বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন      এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি      হংকংয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯      শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে      ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ      হংকংয়ে একাধিক আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৪      
খোলাকাগজ স্পেশাল
অসন্তোষ মেটানোর চেষ্টায় বিএনপি
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১০:২২ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে গত ৩ নভেম্বর ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এরপর থেকেই মনোনয়নবঞ্চিতদের ক্ষোভ-বিক্ষোভ, কর্মীদের মধ্যে বিভাজন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া অব্যাহত রয়েছে। অন্তত ৪০টি আসনে প্রার্থিতা নিয়ে অসন্তোষ চরমে পৌঁছেছে। এর জেরে বিক্ষোভ, মিছিল, সড়ক অবরোধের মতো কর্মসূচি চলছে। 

দলের বিভিন্ন পর্যায়ে কথা বলে জানা গেছে, মনোনয়ন বিরোধকে কেন্দ্র করে অনেক জায়গায় দলের ঐক্য নড়বড়ে হয়ে পড়েছে। এলাকায় প্রভাব আছে, মনোনয়নবঞ্চিত এমন অনেক নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করতে পারেন, এমন আশঙ্কাও আছে।

এদিকে বিভিন্ন আসনের অসন্তোষ নিরসনে কাজ করছে বিএনপির হাইকমান্ড। অসন্তোষ ঘিরে যেন দলের ঐক্য বিনষ্ট না হয়, সে বিষয়টির ওপর জোর দেওয়া হচ্ছে। যেসব প্রার্থীকে ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে, তাদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। এ ছাড়া অন্তত ৩০টি আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ ছাড়া ত্যাগীদের ভিন্নভাবেও মূল্যায়নের চিন্তাভাবনা রয়েছে। এ ছাড়া দলের শক্তি বাড়াতে বিভিন্ন সময় বহিষ্কৃতদের ফেরানো হচ্ছে। 

অবশ্য বিভিন্ন আসনে দলীয় প্রার্থীদের অসন্তোষ প্রশ্নে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘এসব ঘটনা স্বাভাবিক। এসব ঘটনাই প্রমাণ করে বিএনপি একটি বড় দল। বিএনপি নির্বাচনে এগিয়ে আছে এবং অনেক এগিয়ে থাকবে।’ তিনি আরো বলেন, ‘বিএনপি স্রোতস্বিনী নদীর মতো। প্রতিটি আসনেই ৪ থেকে ৫ জন করে ক্যান্ডিডেট রয়েছে। সবাই মনোনয়নের আশা করতেই পারে।’ তিনি বলেন, ‘অনেক জায়গাতেই দু-তিনজন করে নেতা আছেন মনোনয়ন পাওয়ার যোগ্য। আমরা তাদের সঙ্গে কথা বলে ক্ষোভ মিটিয়ে নিচ্ছি।’ 

অন্যদিকে দলটির জাতীয় স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘একটি বড় দলে এ ধরনের প্রতিযোগিতা-প্রতিদ্বন্দ্বিতা খুবই স্বাভাবিক।’ 

তবে বিএনপির অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট আসনগুলোতে বিরোধ সামলাতে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব উদ্যোগী হয়েছেন। দায়িত্বশীল নেতারা একে একে বিরোধপূর্ণ আসনের সব পক্ষকে ঢাকায় ডেকে কথা বলছেন। সমঝোতার চেষ্টা করছেন। কিছু কিছু আসনে প্রার্থী পুনর্বিবেচনার চিন্তা চলছে। 

সূত্র বলছে, কয়েকটি আসনের মনোনয়নবঞ্চিতদের ডেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনার কথা জানান বিএনপির মহাসচিব। পর্যায়ক্রমে বিরোধপূর্ণ সব আসনের মনোনয়নবঞ্চিতদের নিয়ে বৈঠক করার কথা রয়েছে। কোনো কোনো আসনে প্রার্থীদের সঙ্গে তারেক রহমানও কথা বলছেন।

এসব আলোচনায় মনোনয়নপ্রত্যাশীরা দলের দায়িত্বশীল নেতাদের বলছেন, প্রার্থিতা পুনর্বিবেচনা না করলে বিজয় কঠিন হবে। প্রয়োজনে নিরপেক্ষ কাউকে দিয়ে জরিপ করার অনুরোধও করেছেন কেউ কেউ। পাশাপাশি এ নেতারা প্রতিশ্রুতি দেন, দলের ভাবমূর্তি নষ্ট হয়, এমন কোনো কর্মকাণ্ড তারা করবেন না।

এদিকে যতই দিন গড়াচ্ছে ততই নতুন নতুন আসনে বিরোধ সৃষ্টি হচ্ছে। সূত্র জানায়, যেসব নেতা তার এলাকার বিরোধী পক্ষকে ম্যানেজ করতে পেরেছেন সেসব জায়গায় বিরোধিতা হচ্ছে না। কিন্তু যেসব আসনের প্রার্থীরা তা করতে পারেননি সেখানে ব্যাপক বিরোধিতার মুখে পড়ছেন। প্রাথমিক মনোনয়ন ঘোষণার প্রথম সপ্তাহে ১০-১৫টি আসনে প্রতিবাদ হলেও দিন যত গড়াচ্ছে ততই নতুন নতুন আসনে প্রতিবাদ বিক্ষোভ, মানববন্ধন, রাস্তা অবরোধ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর অভিযোগ দাখিল বেড়েই চলেছে।

প্রার্থী পরিবর্তনের চিন্তা : বিএনপির একাধিক সূত্র জানায়, আসনভিত্তিক কোন্দলের সঠিক কারণ, প্রার্থীদের দুর্বলতা, মনোনয়নবঞ্চিত নেতার অবস্থান পুনর্মূল্যায়নে কাজ করছে দলের একটি টিম। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থী তালিকা পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হবে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, দল আগেই বলেছে, এটা চূড়ান্ত তালিকা নয়, সম্ভাব্য তালিকা। কোনো এলাকায় পরিবর্তন দরকার মনে করলে, অবশ্যই তা করা হবে। সবকিছু বিশ্লেষণ করেই তালিকা করা হয়। 

তবে কিছু আসনে প্রার্থী পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। এর মধ্যে চাঁদপুর-২, সুনামগঞ্জ-৫, কুষ্টিয়া-১, ব্রাহ্মণবাড়িয়া-৪, নরসিংদী-৪, নাটোর-১, নারায়ণগঞ্জ-২, নোয়াখালী-৫, গাইবান্ধা-২, চট্টগ্রাম-৪, চট্টগ্রাম-১২, চট্টগ্রাম-১৩, সিলেট-৬, রংপুর-৩, সাতক্ষীরা-২ ও ৩, গাইবান্ধা-৪, ঠাকুরগাঁও-৩, চাঁপাইনবাবগঞ্জ-২, কুড়িগ্রাম-২, নীলফামারী-৪, দিনাজপুর-২, হবিগঞ্জ-৪, জয়পুরহাট-১ ও ২, ময়মনসিংহ-৩, ৬, ৯ ও ১১, মুন্সীগঞ্জ-২, কুমিল্লা-৫, ৬ ও ১০, রাজশাহী-৪ ও ৫, রাজবাড়ী-২, নওগাঁ-১, ৩ ও ৪, পাবনা-৪, মৌলভীবাজার-২ আসনসহ অন্তত ৩০ আসনে প্রার্থী পরিবর্তন হতে পারে। 

বিএনপি সূত্র আরো জানায়, অনেক আসনেই তাদের একাধিক প্রার্থী আছে যারা যোগ্য ও ত্যাগী। সেক্ষেত্রে যিনি মনোনয়ন পাবেন না, তাকে ভিন্নভাবে মূল্যায়ন করা হবে। সংসদের উচ্চকক্ষ বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়িত করা হতে পারে। 

শক্তি বাড়াতে ফেরানো হচ্ছে বহিষ্কৃতদের : ৫ আগস্টের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে একে একে পাঁচ হাজারের বেশি নেতাকর্মীকে বহিষ্কার করেছিল বিএনপি। তাদের কারো কারো বিরুদ্ধে ছিল দখল, চাঁদাবাজি কিংবা আধিপত্য বিস্তার কেন্দ্র করে সংঘর্ষে লিপ্ত হওয়ার অভিযোগ। কিন্তু আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তাদের ফেরানো হচ্ছে। ইতোমধ্যে বহিষ্কৃত ছয় নেতাকে ফিরিয়ে এনে মনোনয়নও দেওয়া হয়েছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, কঠিন নির্বাচনি লড়াই মোকাবিলা করে বিজয় নিশ্চিতে সর্বস্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ করার উদ্যোগের অংশ হিসাবে বহিষ্কৃত হওয়া অন্তত ৮০ জন তৃণমূল নেতাকে ধাপে ধাপে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। সর্বশেষ রোববার একসঙ্গে ৪০ নেতার পদ ফিরিয়ে দিয়েছে দলটি।

দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের সাংগঠনিকভাবে শক্তিশালী করতে এবং তৃণমূলে জনসম্পৃক্ততা বাড়াতে এ পুনর্বহাল প্রক্রিয়া চলছে। বিএনপি মনে করছে, আওয়ামী লীগ রাজনৈতিক ময়দানে অনুপস্থিত থাকায় পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াতে ইসলামী তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হতে পারে। তাই পুরোনো কর্মীদের ফেরানো শুধু সাংগঠনিক নয়, এটি দলের কৌশলগত সিদ্ধান্তও। শিগগির আরো অনেকের বহিষ্কারাদেশ প্রত্যাহার হতে পারে।

কেকে/এআর
আরও সংবাদ   বিষয়:  বিএনপি   ত্রয়োদশ জাতীয় নির্বাচন  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

একান্নবর্তী ভাঙছে, কৃষি জমি কমছে
কাপাসিয়ায় অবৈধ কয়লা চুল্লি পুনরায় চালু, পরিবেশ বিপর্যস্ত
শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড
গোয়ালন্দে ফেরি থেকে জুয়ারি চক্র আটক
দারিদ্র্য বৃদ্ধির আশঙ্কা, নীতি সংস্কারে জোর দিন

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বিএনপির মহাসমাবেশে লাখো মানুষের ঢল
চট্টগ্রামে কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ১৮ কোটি টাকার ঋণখেলাপির মামলা
বিএনপি'র প্রার্থী পরিবর্তনের দাবীতে ফটিকছড়িতে মশাল মিছিল
বেনাপোলে বিএনপির উঠান বৈঠক, উন্নয়ন ভাবনা তুলে ধরলেন তৃপ্তি
বেনাপোলে বিজিবি'র অভিযান, চোরাচালান পণ্যসহ আটক ২
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close