বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন      এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি      হংকংয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯      শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে      ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ      হংকংয়ে একাধিক আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৪      
দেশজুড়ে
ঐক্যবদ্ধ মনোনয়ন প্রত্যাশীরা
বাঞ্ছারামপুরে বিএনপির মহাসমাবেশে লাখো মানুষের ঢল
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৮:১৯ পিএম
ঐক্যবদ্ধ চার মনোনয়ন প্রত্যাশী। ছবি: প্রতিনিধি

ঐক্যবদ্ধ চার মনোনয়ন প্রত্যাশী। ছবি: প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে লাখো মানুষের ঢল নেমেছিল। বহু বছর পর এই প্রথম দলীয় কোন্দল মিটিয়ে বিভক্ত বিএনপির সকল নেতাকর্মী একমঞ্চে সমবেত হয়েছিল। ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ৪ কেন্দ্রীয় নেতা ঐক্যবদ্ধ হয়ে ঘোষনা দেন ধানের শীষের প্রার্থী যেই হোক তারা তার পক্ষেই কাজ করবে। 

বুধবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মওলাগন্জ মাঠে এ জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য ভিপি একেএম মুছার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন আসন্ন সংসদ নির্বাচনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহসভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা বিএনপির উপদেষ্টা এমএ খালেক পিএসসি। 

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী জাতীয় নির্বাহী কমিটির ৩ সদস্য যথাক্রমে সাবেক এমপি এমএ খালেক পিএসসি, অ্যাডভোকেট রফিক শিকদার, অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেজর (অব.) সাইদুর রহমান, ইন্জিনিয়ার দবির উদ্দিন, জেলা বিএনপির সদস্য ও বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি একেএম মুছা, জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লা আল মহসিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সালে মুছা, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, জেলা বিএনপির সদস্য ভিপি নাজমুল হুদা, যুবদলের আহ্বায়ক হারুন আকাশ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম.ম ইলিয়াস, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লিয়াকত আলী ফরিদ,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, ঢাকা মহানগর উত্তর যুবদল নেতা লিটন সরকার,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাইবুর হাসান মাসুম, ভিপি মজিব, জালাল উদ্দিন বাদল, ঈমান আলী প্রমুখ। 

প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি এমএ খালেক পিএসসি বলেন, বাঞ্ছারামপুরের মাটি ধানের শীষের ঘাঁটি। ধানের ঘাঁটিতে ডান বামেরা ভুট্টা চাষ করতে  চায়। সেটি হবে না। ধানের শীষের ঘাটিতে অন্য কারো ঠাঁই হবে না।

বিএনপি নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক শিকদার  বলেন, আপনারা জানেন বাঞ্ছারামপুরের মানুষ কী চায়? বাঞ্ছারামপুরের মানুষ চায় ধানের শীষে ভোট দিয়ে এই আসনকে খালেদা জিয়া ও তারেক জিয়াকে উপহার দিতে। আমরা আজ ঐক্যবদ্ধ বিএনপি। দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে  কাজ করবো এবং বিএনপির ঘাঁটি খ্যাত বাঞ্ছারামপুর আসন থেকে তাকে বিজয়ী করে আনবো।

নির্বাহী কমিটির আরেক সদস্য অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া  বলেন, কোনো জোটের শরীক প্রার্থী বা কোনো ডান বামের প্রার্থীকে বাঞ্ছারামপুরের জনগন মেনে নিবে না। ধানের শীষের যার হাতে, বাঞ্ছারামপুরের জনগন তার সাথে।

অন্যান্য নেতারা বলেন, স্বাধীনতার এতো বছর ডান বামের কেউ উড়ে এসে জুড়ে বসতে চাইবে, সেটি হবে না।

কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন, আপনারা ধৈর্য ধরুন; অচিরেই খসড়া মনোনয়ন পরিবর্তিত হয়ে চূড়ান্ত মনোনয়নে আপনাদের মুখে হাসি ফুটাবো ইনশাল্লাহ। বহুবছর পর বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ হয়েছি। ধানের শীষের প্রার্থী আমাদের দিতেই হবে। সবাই ধানের শীষের চূড়ান্ত মনোনয়নকারীর পক্ষে আমরা কাজ করবো।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

একান্নবর্তী ভাঙছে, কৃষি জমি কমছে
কাপাসিয়ায় অবৈধ কয়লা চুল্লি পুনরায় চালু, পরিবেশ বিপর্যস্ত
শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড
গোয়ালন্দে ফেরি থেকে জুয়ারি চক্র আটক
দারিদ্র্য বৃদ্ধির আশঙ্কা, নীতি সংস্কারে জোর দিন

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বিএনপির মহাসমাবেশে লাখো মানুষের ঢল
চট্টগ্রামে কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ১৮ কোটি টাকার ঋণখেলাপির মামলা
বিএনপি'র প্রার্থী পরিবর্তনের দাবীতে ফটিকছড়িতে মশাল মিছিল
বেনাপোলে বিএনপির উঠান বৈঠক, উন্নয়ন ভাবনা তুলে ধরলেন তৃপ্তি
বেনাপোলে বিজিবি'র অভিযান, চোরাচালান পণ্যসহ আটক ২

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close