পটুয়াখালীর কলাপাড়ায় থেমে থাকা ট্রলিতে মোটরসাইকেলের ধাক্কা লেগে রবিউল মোল্লা নামে এক যুবকের নিহত হয়েছেন।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া সৈয়দ নজরুল ইসলাম সেতুর সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন। নিহত রবিউল লালুয়া ইউপির গোলবুনিয়া গ্রামের আপাং মোল্লার ছেলে। তিনি কলাপাড়া বিকাশ শাখার ধানখালী এরিয়ার মাঠ কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, “খবর পেয়ে পুলিশ পাঠিয়ে হাসপাতাল থেকে মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”