ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ২১২ মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকালে আমিরাবাদ বিসি লাহা স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব সামগ্রী বিতরণ করা হয়।
নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল আলম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী অফিসার রিগ্যান চাকমা।
অনুষ্ঠানে নবাবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার আলম, ফেনী পল্লীবিদ্যুৎ সমিতির সভাপতি
নুর নবী, সোনাগাজী মো. ছাবের মডেল পাইলট হাই স্কুলের প্রধান শিক্ষক জয়নুল আবেদীন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০ দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।
কেকে/এমএ