চট্টগ্রাম ৩ নম্বর অর্থঋণ আদালতে দৈনিক সাঙ্গু ও বায়ান্ন পত্রিকার সম্পাদক কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে মামলা দায়ের করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। ব্যাংকটির চকবাজার শাখা গত ২৬ অক্টোবর মোট ১৮ কোটি ১৫ লাখ ৭৫ হাজার ৪৪১ টাকা পাওনার দাবিতে মামলাটি দায়ের করে।
মামলায় কবির হোসেন সিদ্দিকীসহ পাঁচ ব্যক্তি-প্রতিষ্ঠানকে আসামি করা হয়েছে। এর মধ্যে রয়েছেন—দৈনিক সাঙ্গু, কবির হোসেন সিদ্দিকীর স্ত্রী আইরিন বম, ভাই মো. ফারুক আহমদ এবং ভাগিনা মনজুর আলম। আদালত গত ২৩ নভেম্বর বিবাদীদের হাজিরার জন্য সমন জারি করেন। তবে সমন জারি হয়ে ফেরত না আসায় বাংলাদেশ বুলেটিন ও চট্টগ্রাম খবর নামে ২টি সংবাদপত্রের মাধ্যমে সমন জারির নির্দেশ দেন আদালত। আদেশ অনুযায়ী আগামী ৯ ফেব্রুয়ারি আসমিদের আদালতে হাজির হতে বলা হয়েছে।
ফার্স্ট সিকিউিরিটি ইসলামী ব্যাংকের চকবাজার শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম জানান, ব্যাংক দীর্ঘদিন ধরে পাওনা আদায়ের চেষ্টা চালিয়ে আসছে। ঋণ আদায়ের দাবিতে তারা সাঙ্গুর অফিসের সামনে মানববন্ধন করেছিলাম। এতে ক্ষুব্ধ হয়ে কবির হোসেন সিদ্দিকী ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে মানহানির মামলা করেন। কিন্তু ব্যাংক যে কোনো আইনি পথের মাধ্যমে পাওনা আদায় করবে বলেও তিনি মন্তব্য করেন।
আদালত সূত্রে জানা যায়, কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে চেক প্রতারণার অভিযোগে চট্টগ্রামে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এসব মামলা করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকেরা। এছাড়া ২০১৫ সালে কেডিএস গ্রুপ তথ্যপ্রযুক্তি আইনে বায়েজিদ বোস্তামী থানায় তার বিরুদ্ধে একটি মামলা করে। যার চার্জশিটে কবির হোসেন সিদ্দিকীসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। মামলাটি এখনো সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে। একই বছরে মেঘনা পেট্রোলিয়াম কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. শরীফ আশরাফউজ্জামানও প্রেস কাউন্সিলে তার বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছিলেন।
ফার্স্ট সিকিউিরিটি ইসলামী ব্যাংকের চকবাজার শাখার ম্যানেজার সিরাজুল ইসলাম বলেন, আমরা ব্যাংকের ঋণ আাদায়ের জন্য দৈনিক সাঙ্গুর সম্পাদকের অফিসের সামনে মানববন্ধন করি। তিনি ক্ষুব্ধ হয়ে আমাদের বিরুদ্ধে মানহানি মামলা করেন। চেকের মামলায় হোক ও অর্থঋণ মামলায় হোক আমার তার এ ঋণ আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ।
কেকে/ এমএস