বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ইত্যাদিতে চুল দিয়ে ৫টি মাইক্রো টেনে অনন্য কীর্তি সৃষ্টি করা সাতক্ষীরার আব্দুস সবুর না ফেরার দেশে চলে গেছেন।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় তিনি মার যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
আব্দুস সবুর ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নের মৃত. আব্দুল কুদ্দুসের ছেলে।
প্রাথমিক শিক্ষা শেষের পর জগন্নাথ কলেজের ইতিহাস বিভাগে ভর্তি হন। ১৯৯৬ সালে ছাত্রজীবনে ইত্যাদিতে অংশগ্রহণ করে চুল দিয়ে মাইক্রো টানার অসাধারণ কৌশল প্রদর্শন করে সারা দেশে আলোচিত হন।
দুর্ভাগ্যজনকভাবে সেই বছরে এক সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ধীরে ধীরে মানসিক ও শারীরিক স্বাস্থ্যে সমস্যা দেখা দেয়। এরপর দীর্ঘ সময় তিনি সাতক্ষীরার রাস্তায় ঘুরে বেড়াতেন, যেখানে স্থানীয় মানুষ তাকে দয়া করে সহযোগিতা করতেন।
বুধবার রাতে তার জানাজা অনুষ্ঠিত হয়। বল্লী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এবং পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।
আব্দুস সবুরের এই অনন্য প্রতিভা ও গল্প সবাইকে গভীরভাবে শোকাহত করেছে।
কেকে/বি