রাজবাড়ী জেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলরত শাহ মখদুম ফেরিতে ছদ্মবেশে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ তিন জুয়াড়িকে গ্রেফতার করেছে নৌ-পুলিশ।
বুধবার (২৫ নভেম্বর) রাতে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন দৌলতদিয়ার বাহেরচর গ্রামের মো. বাবু ফকির (৩২), উত্তর দৌলতদিয়ার মো. হাসান মন্ডল (৫০) ও ফকিরপাড়ার তারা ফকির (৩০)।
নৌ-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে লুঙ্গি পরে ছদ্মবেশে অভিযান চালিয়ে ফেরিতে জুয়ার আসর ধরে ফেলে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে একদল জুয়াড়ি পালিয়ে গেলেও তিনজনকে তাস ও নগদ টাকাসহ আটক করা হয়।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘জুয়া চক্রের আরও সদস্য ফেরির যাত্রীদের সঙ্গে মিশে পালিয়ে থাকতে পারে। অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারদের আইনগত প্রক্রিয়া শেষে গোয়ালন্দ ঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।’
কেকে/এমএ