দেখতে দেশি বিড়ালের মতো হলেও চোখগুলো যেন আাগুন মাখা। কোনোভাবেই হচ্ছে না তাদের বনিবনা। খুনসুটি ও আড় দৃষ্টিতে লিও তাকিয়ে আছে মাইলোর দিকে। আর দৃশ্যটি দেখতে পোষাপ্রাণীর স্টলে ভিড় করছেন পোষাপ্রেমীরা।
এমন একটি দৃশ্যের দেখা মেলে মাগুরার শালিখা উপজেলা প্রাণীসম্পদ প্রদর্শনীর ৬ নম্বর স্টলে। পোষা প্রাণীর মালিকরা হলেন উপজেলা সদর আড়পাড়া ইউনিয়নের কুমারকোটা গ্রামের সাইয়ান হাসান (মাইলো) এবং আড়পাড়া গ্রামের রাফিয়া।
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে বুধবার (২৫ নভেম্বর) সকালে পশুসম্পদ প্রদর্শনী স্টলে প্রাণী দুটি হাজির করেন তারা।
স্টল পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বনি আমিন বলেন, ‘বিড়াল দুটি দেখতে আসলেই সুন্দর- বিশেষ করে তাদের চোখগুলো আরো বেশি সুন্দর।’
প্রাণীসম্পদ প্রদর্শনীতে এমন দুটি প্রাণী প্রদর্শন করাই সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।
এর আগে “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে অনুষ্ঠিত হয় র্যালি ও আলোচনা সভা। পাশাপাশি দেওয়া হয় বিনামূল্যে পশু চিকিৎসা সেবা।
অনুষ্ঠানে উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. শাহারিন সুলতানাী সভাপতিত্বে প্রধান অতিথি বনি আমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইমুন নেছা, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা খাতুন, উপজেলা বিএনপির আহ্বায়ক মুন্সি আনিচুর রহমান মিল্টন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শালিখা উপজেলা শাখার আমির আফসার আলী, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘একটি বাড়িতে যদি একটি বা দুটি গৃহপালিত প্রাণী থাকে, তাহলে ওই বাড়ির সৌন্দর্য বৃদ্ধি পায়। পাশাপাশি গ্রামীণ অর্থনীতি উত্তরোত্তর উন্নতির দিকে যায়। তাই প্রত্যেকের উচিত ন্যূনতম এক থেকে দুইটি পোষা প্রাণী পালন করা।’
কেকে/এমএ