পঞ্চগড় সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৪ লাখ টাকা মূল্যের ৪টি ভারতীয় গরু আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬ ব্যাটালিয়ন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ভোরে জেলার বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের লাহেরীপাড়া সীমান্ত এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ৭৭০/১ এস থেকে ১শ গজের মধ্যে ধামেরঘাট বিওপির টহল দল ওই ৪টি গরু আটক করে।
বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।
বিজিবি জানায়, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় নায়েব সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে ধামেরঘাট বিওপির টহল দল অভিযান পরিচালনা করে ভারত থেকে বাংলাদেশে চোরাচালান করে আনা ৪টি গরু মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটক গরুগুলোর মোট সিজার মূল্য ৪ লক্ষ টাকা।
এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) কর্তৃপক্ষ জানায়, সদর দপ্তর বিজিবি’র নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে। মাদকদ্রব্যসহ সব ধরনের চোরাচালান বন্ধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ‘জিরো টলারেন্স’ নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল বদরুদ্দোজা বিষয়টি নিশ্চিত করেন।
কেকে/বি