সাম্প্রতিক ঘটে যাওয়া ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশন পরিদর্শন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রতিনিধি দল।
বুধবার (২৫ নভেম্বর) রাতে তারা ক্ষতিগ্রস্ত সাবস্টেশন ও বিভিন্ন আবাসিক ভবনসহ ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয় ভবন ঘুরে দেখেন।
বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ফখরুল আমিনের নের্তৃত্বে ৬ সদস্যদের দল ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো পরিদর্শন করেন।
এ সময় বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তাহমিদ এম আল-হোসাইনী, গণপূর্ত বিভাগ নরসিংদীর নির্বাহী প্রকৌশলী এএসএম মুসা, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা ইউনুছ মিয়া, পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাকীন মাশরুর খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউছার আলম সরকার, ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্রের সিভিল বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ওবায়েদউল্লাহ আহরার ও নির্বাহী প্রকৌশলী (উপ কেন্দ্র) মো. আবুল বাসার উপস্থিত ছিলেন।
পরে তারা বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিগ্রস্থ ১১টি আবাসিক ভবন ও ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। এর আগে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল সারকারখানায় স্কুল অ্যান্ড কলেজ ও আবাসিক ভবনও ঘুরে দেখেন।
কেকে/এমএ