শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় খাদ্যগুদামে চলতি আমন মৌসুমে অভ্যন্তরীন ধান-চাল সংগ্রহ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে নালিতাবাড়ী খাদ্যগুদামে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রফিকুল আলম, অতিরিক্ত কৃষি অফিসার রাশিদুজ্জামান ইমরান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা বেগম, প্রেস ক্লাবের সভাপতি মান্নান সোহেল, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।
এ বছর আমন মৌসুমে সরাসরি স্থানীয় কৃষকের কাছ থেকে ২১১ টন মেট্রিক টন ধান ও ১ হাজার ৪০১ টন মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। প্রতি কেজি ধানের দাম ধরা হয়েছে ৩৪ টাকা এবং প্রতি কেজি চাল ৫০ টাকা।
কেকে/এমএ