ফরিদপর বীজ বিপণন অঞ্চলের পাটচাষি, বীজ ডিলার ও ফরিদপুর অঞ্চলের কৃষি মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সমন্বয়ে পাটবীজ বিক্রয় তরান্বিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদের হল রুমে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএডিসির চেয়ারম্যান মো. রুহল আমিন খান।
ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন পরিচালক (বীজ ও উদ্যান) মো. মজিবর রহমান। কর্মশালায় কি নোট পেপার উপস্থাপন করেন মহাব্যবস্থাপক (পাটবীজ) দেবদাস সাহা।
কর্মশালায় আসন্ন বীজ বিপণন মৌসুমে বিজেআরআই উদ্ভাবিত স্বল্প জীবনকালিন উচ্চ ফলনশীল সিভিএল-১ (দেশি), বিজেআরআই তোষা পার্ট-৯ (সবুজ সোনা) ও বিনা উদ্ভাবিত বিনা তোষা পাট-১সহ জনপ্রিয় পাটের জাত জেআরও-৫২৪’-এর বিষয়ে আলোচনা হয়।
কর্মশালায় জানানো হয়, বিএডিসি চলতি মৌসুমে এই জাতীয় দুই হাজার মেট্রিক টন বীজ উৎপাদন ও বিতরণ কার্যক্রম গ্রহণ করেছে। জেআরও-৫২৪ জাতটির জীবনকাল কম ও ফলন বেশী হওয়ায় আমাদের দেশের পাট চাষিদের নিকট অতি জনপ্রিয়। এই জাতটি চাষ করে একই জমিতে পাট কেটে আমন ধান চাষ করা যায়।
চলতি বছর কৃষি মন্ত্রণালয়ের সহায়তায় কৃষি প্রণোদনার আওতায় ১০০ মেট্রিক টন, পাট অধিদপ্তরের মাধ্যমে ৭০০ মেট্রিক টন পাটবীজ বিনামূল্যে এবং অবশিষ্ট ১ হাজার ২০০ মেট্রিক টন প্রতি কেজিতে ১০০ টাকা ভর্তুকিমূল্যে ডিলারদের মাধ্যমে পাটচাষিদের নিকট বিক্রি করা হবে।
কেকে/এমএ