মানিকগঞ্জের নবাগত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সাথে সাটুরিয়া উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১ টার দিকে সাটুরিয়া উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, জামায়াতের আমীর আবু সাইদ বিএসসি, জুলাই ২৪ এ শহীদ সাদের পিতা ড. শফিকুল ইসলাম, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ফুকুরহাটি ইউনিয়নের চেয়ারম্যান মো. জিয়াউর রহমান জিয়াসহ আরও অনেকেই।
সভায় বিভিন্ন দপ্তর প্রধানগণ, জনপ্রতিনিধি, প্রধান শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করে।
সভায় সাটুরিয়া উপজেলা কি কি সম্ভনা আছে এ নিয়ে বক্তরা বলেন, সাটুরিয়ার ধলেশ্বরী নদী ভাঙ্গন প্রতিরোধ, মাদক ও বাল্য বিয়ে প্রতিরোধ, বালিয়াটি জমিদার বাড়ি নিয়ে পর্যটন স্পট নিয়ে সম্ভবনা, সার সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পরে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা সকল বিষয়ে উত্তর দেন।
কেকে/ এমএস