রাজশাহীর মোহনপুর উপজেলায় বিএসটিআইয়ের সিএম লাইসেন্স ছাড়াই আটা, ময়দা ও গমের ভূষি উৎপাদন ও বিপণন এবং পণ্যের মোড়কে অবৈধভাবে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহারের অভিযোগে একটি ফ্লাওয়ার মিলকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় মোহনপুর উপজেলার কেশরহাট হরিদাগাছী এলাকায় পরিচালিত এ অভিযানে রাজশাহী ফ্লাওয়ার অ্যান্ড ডাউল মিলকে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮- অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন মোহনপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় মোহনপুর থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।
বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয় জানায়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
কেকে/ এমএস