যশোরের কেশবপুরে বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবক অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুর মৃত্যুতে শোক সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে কেশবপুর প্রেসক্লাবের উদ্যোগে সংগঠনের মিলনায়তনে ওই শোক সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খানের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুর সহধর্মিনী প্রাক্তন অতিরিক্ত সচিব রোকসানা হাসিন।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কেশবপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য অ্যাডভোকেট আবু বক্কর সিদ্দিকী, অ্যাডভোকেট আব্দুল মজিদ, অ্যাডভোকেট অজিয়ার রহমান, আজিজুল ইসলাম মন্টু, পঙ্কজ দাস ও অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুর ছোট ভাই উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল হাই সিদ্দিকী, সাবেক সহসভাপতি মোতাহার হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক জয়দেব চক্রবর্ত্তী, ক্রীড়া সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য দীলিপ মোদক প্রমুখ। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাবের সহসভাপতি মোল্ল্যা আব্দুস সাত্তার।
উল্লেখ্য, অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু গত শনিবার রাতে ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি প্রয়াত মন্ত্রী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের আপন ভাগনে। তার বাড়ি কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা এলাকায়। মঙ্গলবার দুপুরে কেশবপুর পাবলিক ময়দানে জানাজা নামাজ শেষে শ্রদ্ধা আর ভালোবাসায় পারিবারিক কবরস্থানে অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
কেকে/ এমএস