কুড়িগ্রামের নাগেশ্বরীতে সবার জন্য ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু করলো 'ফুল' নামের একটি সেচ্ছাসেবী সংগঠন। সকালে ফুল পরিচালিত ১০ টাকার হাসপাতাল ও জনস্বাস্থ্য সেবাটি কুড়িগ্রামের একটি ডায়াগনষ্টিক সেন্টারে উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর ) এর উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ রংপুরের পরিচালক আবু জাফর।
এসময় বক্তব্য দেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম কুদরত-ই খুদা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহ.শাহনুর জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুজন সাহা, ফুল এর পরিচালক আব্দুল কাদের প্রমূখ। বক্তারা বলেন সামাজিক সংগঠন ফাইট আনটিল লাইট (ফুল) বহুদিন থেকে মানুষের সেবায় কাজ করে আসছে। তারই ধারবাহিকতায় ১০ টাকার চিকিৎসা সেবা কর্মসূচী।
এ কর্মসূচীর আওতায় সর্ব সাধারণ ১০ টাকা ভিজিট দিয়ে ডিসেম্বর মাস জুড়ে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা নিতে পারবেন। এতে নাগেশ্বরী উপজেলার ১৪ টি ইউনিয়নের দরিদ্র মানুষ কম খরচে চিকিৎসা সেবা নিতে পারবে।
এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রধান অথিতি স্থানীয় সরকার বিভাগ রংপুরের পরিচালক আবু জাফর বলেন সরকারের পক্ষ থেকে এই কর্মসূচীতে সহযোগীতা প্রদান করা হবে।
কেকে/লআ