বগুড়ার সারিয়াকান্দিতে অভ্যন্তরীন আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১১টায় সারিয়াকান্দি খাদ্য বিভাগের আয়োজনে সারিয়াকান্দি সরকারি খাদ্য গুদামে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আতিকুর রহমান, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ্, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আবু সম্রাট খান, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা চাল কল মালিক সমিতির সভাপতি মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম প্রমুখ।
খাদ্য অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় ৩৪ টাকা কেজি দরে ১৩৮ মেট্রিক টন ধান এবং ৫০ টাকা কেজি দরে ৬৪৮ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কেকে/ আরআই