সোনাইমুড়িতে পানির পাম্প মোটর চুরি করতে গিয়ে মুজাহিদুল ইসলাম (১৪) নামের এক কিশোর নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর বেলা উপজেলার নদনা ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের বুলবুলের নতুন বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মুজাহিদুল ইসলাম সোনাইমুড়ী পৌরসভার কৌশুলার বাগ গ্রামে মইনুদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের বুলবুলের নতুন বাড়িতে পানির পাম্প দিয়ে নিজের জমি ও ঘরে পানি দিতেন বুলবুল, সকালবেলায় পরিবারসহ তাদের পাশের বাড়িতে দাওয়াত খেতে যান, দাওয়াত খেয়ে এসে দেখতে পান তার নিজ বাড়িতে মুজাহিদুল নামে এক কিশোর মোটরের তারের সাথে ঝুলে আছে। বুলবুল চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসলে দেখেন যে, পানির পাম্প চুরি করতে এসে বিদ্যুতয়ায়িত হয়ে ঝুলে আছেন কিশোর। পরে স্থানীয়রা সোনাইমুড়ি থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানা নিয়ে যায়।
এ বিষয়ে সোনাইমুড়ি থানার ওসি মোরশেদ আলম সাংবাদিকদের জানান, প্রাথমিকভাবে এলাকাবাসীর তথ্যামতে, ধারণা করা হচ্ছে। চুরি করতে গিয়ে নিহত হন এক কিশোর। লাশটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
কেকে/ এমএস