গাজীপুরের শ্রীপুরে ছাত্রীদের উত্ত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে এক মাদ্রাসায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২ টার দিকে গাড়ারণ খলিলিয়া বহুমুখী ফাজিল মাদ্রাসায় নবম শ্রেণির ছাত্র মোহাম্মদ সিয়ামের ছুরিকাঘাতে দশম ও অষ্টম শ্রেণির পাঁচ শিক্ষার্থী গুরুতর আহত হয়।
মাদ্রাসা সূত্রে জানা যায়, গত বুধবার নবম শ্রেণির ছাত্র সিয়াম শ্রেণীকক্ষে কয়েকজন ছাত্রীকে উত্ত্যক্ত করে। বিষয়টি দেখে দশম শ্রেণির কয়েকজন ছাত্র প্রতিবাদ জানালে তাদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। পরে শিক্ষকরা উভয়পক্ষকে শাসন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কিন্তু এ ঘটনার প্রতিশোধ নিতে, বৃহস্পতিবার সিয়াম ছুরি নিয়ে মাদ্রাসায় আসে এবং দশম শ্রেণির পরীক্ষা শেষে শিক্ষার্থীরা কক্ষ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই সিয়াম তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে মোট ছয়জন ছাত্র ছুরিকাঘাতে আহত হয়।
আহত শিক্ষার্থীরা হলেন, লিয়ন, মহিউদ্দিন, নাজিম, রিফাত, রিফাত।এদের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, ছাত্রীদের উত্ত্যক্তের প্রতিবাদ থেকেই হামলার ঘটনা ঘটেছে। অভিযুক্ত সিয়ামকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। মাদ্রাসা কর্তৃপক্ষ অভিযোগ দিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।
কেকে/লআ