রাজশাহীতে হারিয়ে যাওয়া ৬০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিয়েছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক অনুষ্ঠানে রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম আনুষ্ঠানিকভাবে এসব ফোন মালিকদের কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) এ.টি.এম. মাইনুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজশাহী জেলার আটটি থানায় বিভিন্ন সময়ে ফোন হারিয়ে ৬০ জন ভুক্তভোগী সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। পরে পুলিশ সুপার কার্যালয়ের আইসিটি শাখা প্রযুক্তিগত অনুসন্ধানের মাধ্যমে এসব ফোন উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ফোনগুলোর মধ্যে ছিল ভিভো ১৩টি, স্যামসাং ৫টি, শাওমি ১০টি, রিয়েলমি ১০টি, ইনফিনিক্স ২টি, আইটেল ২টি, টেকনো ৪টি, ওপ্পো ৬টি, ওয়ালটন ১টি, সেম্ফনি ১টি, মটোরোলা ৩টি, জিডিএল ১টি, নাথিং ১টি ও গুগল পিক্সেল ১টি।
ফোন হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, প্রকৃত মালিকদের কাছে উদ্ধারকৃত ফোন ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত। এই সাফল্যের ধারা ভবিষ্যতেও আরও বিস্তৃত হবে বলে আমরা আশা করি।
নিজেদের হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন এবং রাজশাহী জেলা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পুলিশ একইভাবে জনগণের পাশে থেকে সেবা প্রদান অব্যাহত রাখবে।
কেকে/ এমএস