সাম্প্রতিক সময়ে নবগঠিত ঢাকাস্থ চাটখিল উপজেলা জাতীয়তাবাদী ইয়ুথ ফোরামের সুপার ফাইভকে ফুল দিয়ে বরণ করলেন, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য প্রার্থী ও বাংলাদেশ বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার এ এম ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন।
ঢাকাস্থ চাটখিল উপজেলা জাতীয়তাবাদী ইয়ুথ ফোরামের সদস্যদের উদ্দেশ্যে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেন, ঢাকায় বসবাসরত চাটখিলের এই সংগঠন আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনের নেতা কর্মীদের ধানের শীষ প্রতীকের পক্ষে, ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।
এর আগে, এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের সুপার ঘোষণা করেন ব্যারিস্টার খোকন। সুপার ফাইভ এর সদস্যরা হলেন, সভাপতি মো. আব্দুর রহিম এসিএমএ, সহসভাপতি আমজাদ হোসেন কাওসার, সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন আশিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ হোসেন কাঞ্চন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম মিন্টু।
তবে, খুব দ্রুত সময়ের মধ্যে ঢাকাস্থ চাটখিল উপজেলা জাতীয়তাবাদী ইয়ুথ ফোরামের সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম সম্পন্ন করা হবে বলে জানান সংগঠনটির সদস্যরা।
কেকে/ এমএস