রংপুরের গংগাচড়া উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের নিলকচণ্ডি গ্রামের বাসিন্দা জমি ক্রেতা কামরুজ্জামান স্বাধীন ও জমির মালিক বীরেন চন্দ্র মহন্ত–এর বিরুদ্ধে পরিকল্পিতভাবে মিথ্যা মামলা ও সামাজিক হয়রানির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন স্বাধীন-এর স্ত্রী উম্মে হাবিবা এবং বীরেন চন্দ্র মহন্ত।
২৭ নভেম্বর দুপুরে রংপুর রিপোর্টার্স ক্লাবের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৩ নভেম্বর দুপুর ১টার দিকে শিক্ষক কমল চন্দ্র সরকার মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। কিন্তু ওই দুর্ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে প্রচার করে স্বাধীন ও বীরেন চন্দ্র মহন্তকে জড়িয়ে গঙ্গাচড়া মডেল থানায় মামলা দায়ের করা হয়। ভুক্তভোগীদের অভিযোগ, মামলায় এক অভিযুক্ত বীরেন চন্দ্র মহন্ত একদিন কারাবাসের পর আদালত থেকে জামিন পান।
ঘটনার স্থল হিসেবে যার বাড়ির সামনের স্থানকে উল্লেখ করা হয়েছে—সেই শাহিনুর রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বলেন, এ ধরনের কোনো ঘটনা আমার বাড়ির সামনে ঘটেনি। তিনি ঘটনাটিকে সম্পূর্ণ মনগড়া ও হয়রানিমূলক বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রতিপক্ষ ভুবেন চন্দ্র সরকারের ছেলে কমল চন্দ্র সরকার দীর্ঘদিন ধরে জমি–সংক্রান্ত বিরোধের জেরে স্বাধীন ও বীরেন মহন্তকে মিথ্যা মামলার মাধ্যমে হয়রানি করে আসছেন।
বীরেন চন্দ্র মহন্ত জানান, ২০২৫ সালের ৪ আগস্ট তিনি ভুবেন চন্দ্র সরকারের সঙ্গে দীর্ঘ আইনি লড়াই শেষে আদালতে জয়ী হন এবং বিরোধপূর্ণ জমির মধ্যে ১৪ শতক জমি দলিল নং ২৮৩০/২৫ অনুযায়ী কামরুজ্জামান স্বাধীন-এর নিকট বিক্রি করেন। স্বাধীন সেই জমি দখলে নিয়ে ভোগ দখল করে আসছেন। জমি ক্রয়ের পর থেকেই প্রতিপক্ষ তাদের ওপর মিথ্যা প্রচারণা, হুমকি ও মামলার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তারা।
উম্মে হাবিবা অভিযোগ করে বলেন, তার স্বামীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে মাদক কারবারি ও ভূমিদস্যু আখ্যা দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। কামরুজ্জামান স্বাধীন জানান, তিনি ২০০৫ সাল থেকে গ্রামীণ ব্যাংকে কর্মরত, এবং তার কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে বর্তমান প্রধান উপদেষ্টা ড. ইউনুস তাকে সম্মাননা প্রদান করেছেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা পুলিশের নিকট সুষ্ঠু তদন্ত, মিথ্যা মামলা প্রত্যাহার এবং চলমান হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।
এসময় উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দা হারুন, মোশফিকুর রহমান, শাহিনুর রহমান প্রমুখ।
কেকে/লআ