আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে আসাদুজ্জামান নূর আসাদের নাম।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার মনোনয়ন নিশ্চিত করা হয়।
আসাদুজ্জামান নূর আসাদ দেবীগঞ্জ উপজেলা টেপ্রীগঞ্জ বাজার সংলগ্ন ১ নম্বর চিলাহাটি ইউনিয়নের ভেলাকোবা গ্রামের মো. আইনুল হকের ছেলে। বর্তমানে তিনি শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আসাদুজ্জামান নূর আসাদ বলেন, ‘‘দল আমাকে যে বিশ্বাসে পঞ্চগড়-২ আসনে মনোনয়ন দিয়েছে, আমি সেই দায়িত্ব সম্মান ও সততার সঙ্গে পালন করতে চাই। জনগণের সেবক হিসেবে তাদের অধিকার রক্ষার পক্ষে কাজ করতে চাই। বিশেষ করে এই অঞ্চলের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থাকতে চাই।”
তিনি আরও বলেন, ‘‘নির্বাচন শুধু অংশগ্রহণের বিষয় নয়, এটি একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করবো। দলের মর্যাদা বজায় রেখে মাঠে কাজ করবো। আমার বিশ্বাস, পঞ্চগড়–২ আসনের মানুষ তরুণ নেতৃত্বকে গুরুত্ব দেবে এবং সঠিক ব্যক্তিকেই ভোটের মাধ্যমে নির্বাচন করবে।”
আসাদুজ্জামান নূর জানান, খুব শিগগিরই নেতাকর্মী ও ভোটারদের সঙ্গে নিয়ে গণসংযোগসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রচারণা শুরু করবেন। ৫৪ বছর ধরে দেশে যে গতানুগতিক রাজনীতি চলছে তা ভেঙ্গে এলিট বা ধনিক শ্রেণির হাত থেকে প্রায় ৮ কোটি শ্রমশক্তির দেশে একজন কৃষকের সন্তান হিসেবে সংসদে শ্রমিক শ্রেণির প্রতিনিধিত্ব করে জনগণের জন্য কল্যাণকর রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই।
পঞ্চগড়ের মানুষের জীবন যাত্রার মানোন্নয়নে তরুণ ছাত্র, যুব, শ্রমিক জনতাকে নিয়ে সমৃদ্ধ পঞ্চগড় গড়তে চাই! আধুনিক স্বাস্থ্য সেবা, শিক্ষার মান উন্নয়ন, ভালো যোগাযোগ ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা, ইপিজেডসহ সুগার মিল চালুর ব্যবস্থা করতে চাই। সব শ্রেণি-পেশার মানুষের মানসম্মত মৌলিক চাহিদা পূরণ, সামাজিক নিরাপত্তাসহ কল্যাণ রাষ্ট্র গঠনে ভূমিকা রাখতে চাই।’
কেকে/এমএ