বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, অতীত জমানার মত দেশে আর ভোট ভোট খেলা হবেনা কাউকেই তা করতে দেয়া হবেনা। ভোটের অধিকারসহ গণতান্ত্রিক অধিকার আর ইনসাফ প্রতিষ্ঠার জন্যই আমাদেরকে গণ অভ্যুত্থান করতে হয়েছে, দেড় সহস্রাধিক মানুষকে জীবন দিতে হয়েছে। আগামী জাতীয় সংসদকে লুটেরা আর বিত্তবানদের ক্লাবে পরিনত করা যাবেনা। এবার পবিত্র আমানত হিসাবে সবাইকে দায়িত্বশীলতার সাথে ভোটের অধিকার প্রয়োগ করতে হবে।
বুধবার (২৬ নভেম্বর) বেলা ১১ টায় গাইবান্ধার বোনারপাড়ায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাঘাটা উপজেলা কমিটির উদ্যোগে নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, লুটেরাদের পিছনে জিন্দাবাদ দিয়ে আর তাদের মার্কায় ভোট দিয়ে গরীবদের ফাটা কপাল জোড়া লাগেনি, নারীদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি।
তিনি বলেন, নারী অধিকার আর মর্যাদার প্রশ্নে কোনো আপোষ নেই। দেশের মোট ভোটারের প্রায় অর্ধেকই হচ্ছেন নারী। এই বিপুল সংখ্যক নারী ভোটাররা এবার আর কোনো চাপ, হুমকি বা প্রলোভনে পড়ে তাদের ভোট নষ্ট করবেন না।
তিনি আরো বলেন- গাইবান্ধা, সাঘাটা ফুলছড়ি উপজেলার হাজার হাজার শ্রমজীবী নারীরা আজকে এখানে সমবেত হয়েছেন। গত ষোল বছরের সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের কোনো সুফল তারা পাননি। খাস জমি, বিদ্যুৎ সেচ প্রকল্পসহ স্থানীয় নানাবিধ সমস্যা নিয়ে গত ষোল সতেরো বছর তারা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা মাসুদুর রহমান প্রধান মাসুদের নেতত্বে এই অঞ্চলে আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছেন। বিগত দিনে যেমন ভোট হয়নি, এই অঞ্চলের মানুষ যেমন ভোট দিতে পারেনি, বিনা ভোটে যারা নির্বাচিত হয়েছেন তারাও এই অধিকার বঞ্চিত মানুষদের জন্য কিছু করেননি।
তিনি বলেন, এবার যেহেতু ভোট দেওয়ার সুযোগ তৈরী হয়েছে, তাই সাঘাটা-ফুলছড়ি এলাকার ভোটাররা তাদের অঞ্চলের পোড় খাওয়া সংগ্রামী জননেতা প্রিয় মানুষ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা মাসুদুর রহমান মাসুদকে বেছে নেবেন, কোদাল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠাবেন। তিনি তার বক্তব্যে সংসদ নির্বাচনের দিন জুলাই সনদের পক্ষে ভোট দিতেও সবার প্রতি উদাত্ত আহ্বান জানান।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও শ্রমজীবী নারী মৈত্রীর গাইবান্ধা জেলার নেত্রী সোহাগী বেগমের সভাপতিত্বে নারী সমাবেশে আরো বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য, গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক, গাইবান্ধা-৫ (সাঘাটা, ফুলছড়ি ) আসনে পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদুর রহমান প্রধান মাসুদ, গাইবান্ধা জেলা নেতা ফারুকুল ইসলাম কাদেরী, রফিকুল ইসলাম সওদাগর, খোরশেদ আলম খাজা, ইব্রাহিম আলী, আজাদুল ইসলাম আজাদ, খলিলুর রহমান, শাহীন মন্ডল, লাইলী বেগম, লী ইয়াছমিন, সাইফুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
কেকে/ এমএস