বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় আশুলিয়ায় কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান-এর উদ্যোগে বাদ আসর আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জামিয়া ইয়াকুবিয়া হাবিবিয়া মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আলেম-ওলামা, মাদ্রাসার ছাত্র, স্থানীয় জনগণসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। কুরআন তিলাওয়াত ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
আয়োজক ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র, উন্নয়ন ও জাতীয় ঐক্যের প্রতীক। তার সুস্থতা শুধু দলের জন্য নয়, দেশ ও জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরো বলেন, দেশ এখন সুষ্ঠু নির্বাচনের প্রান্তে দাঁড়িয়ে। যারাই নির্বাচন ঠেকানোর অপচেষ্টা করবে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে তা প্রতিহত করা হবে। এজন্য জাতীয়তাবাদী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দোয়া মাহফিল শেষে উপস্থিত মাদ্রাসা শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে তবারক বিতরণ করা হয়।
আয়োজকরা জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ ধরনের কর্মসূচি আগামীতেও অব্যাহত থাকবে। ইতোমধ্যে দেশজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিভিন্ন স্থানে অনুরূপ দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।
কেকে/লআ