বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড      শেখ হাসিনা-জয়-পুতুলের মামলার রায় আজ, আদালতে বিজিবি মোতায়েন      এবার একযোগে ১৫৮ ইউএনওকে বদলি      হংকংয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪৪, নিখোঁজ ২৭৯      শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনা করা হচ্ছে      ৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ      হংকংয়ে একাধিক আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৪      
আন্তর্জাতিক
হংকংয়ে একাধিক আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৫:৫৮ পিএম

হংকংয়ের একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) হংকংয়ের সরকার এ তথ্য জানিয়েছে। স্থানীয় গণমাধ্যম বলছে, কিছু বাসিন্দা ভবনের ভেতরে আটকা পড়েছেন।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বাণিজ্যিক কেন্দ্র হংকংয়ের উত্তরাঞ্চলের তাই পো জেলার ওয়াং ফুক কোর্ট কমপ্লেক্সের অন্তত তিনটি আবাসিক ভবনের বাঁশের মাচায় প্রথমে আগুন ধরে যায়। এরপর তা ভবনের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। আটটি ব্লক নিয়ে গঠিত ওই কমপ্লেক্সে প্রায় ২ হাজার ফ্ল্যাট রয়েছে।

সরকারের তথ্য সেবা বিভাগের একজন প্রতিনিধি বলেছেন, অগ্নিকাণ্ডে স্থানীয় সময় বিকেল ৫টা পর্যন্ত চারজনের মৃত্যুর তথ্য নিশ্চিত হয়েছে। এছাড়া আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক এবং একজন স্থিতিশীল অবস্থায় রয়েছেন। এদিকে হংকংয়ের স্থানীয় গণমাধ্যম বলছে, নিহতদের মধ্যে একজন দমকলকর্মীও রয়েছেন।

এএফপি বলেছে, অগ্নিকাণ্ডে অন্তত একজন পুরুষ ও একজন নারীকে গুরুতর দগ্ধ হয়েছেন। তাদের অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে। এর আগে পুলিশ কিছু বাসিন্দা আটকা পড়ার খবর পেয়েছিল বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।

টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, একাধিক টাওয়ারের নির্মাণকাজে ব্যবহৃত বাঁশের মাচা থেকে ঘন ধোঁয়া উঠছে। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের এই ঘটনায় দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিনির্বাপণ কাজ শুরু করায় পাশের একটি মহাসড়কের কিছু অংশ বন্ধ করে দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস বিভাগ বলছে, ‌‌ভবনের বাসিন্দাদের ঘরে অবস্থান, দরজা-জানালা বন্ধ রাখার এবং শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

‌‌অগ্নিকাণ্ড-কবলিত এলাকায় লোকজনকে যাতায়াত না করার জন্য পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস বিভাগ। গত মাসেও হংকংয়ের কেন্দ্রীয় ব্যবসায়িক জেলার একটি ভবনের মাচায় লাগা আগুনে অন্তত চারজন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

সূত্র: এএফপি

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  হংকং   ভয়াবহ আগুন   নিহত  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

একান্নবর্তী ভাঙছে, কৃষি জমি কমছে
কাপাসিয়ায় অবৈধ কয়লা চুল্লি পুনরায় চালু, পরিবেশ বিপর্যস্ত
শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড
গোয়ালন্দে ফেরি থেকে জুয়ারি চক্র আটক
দারিদ্র্য বৃদ্ধির আশঙ্কা, নীতি সংস্কারে জোর দিন

সর্বাধিক পঠিত

বাঞ্ছারামপুরে বিএনপির মহাসমাবেশে লাখো মানুষের ঢল
চট্টগ্রামে কবির হোসেন সিদ্দিকীর বিরুদ্ধে ১৮ কোটি টাকার ঋণখেলাপির মামলা
বিএনপি'র প্রার্থী পরিবর্তনের দাবীতে ফটিকছড়িতে মশাল মিছিল
বেনাপোলে বিএনপির উঠান বৈঠক, উন্নয়ন ভাবনা তুলে ধরলেন তৃপ্তি
বেনাপোলে বিজিবি'র অভিযান, চোরাচালান পণ্যসহ আটক ২

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close