রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া নৌপুলিশ ছদ্মবেশে ফেরিতে পেশাদার জুয়াড়ি চক্রের ৩ সদস্যকে আটক করেছে। সেই সাথে জুয়া খেলার সরঞ্জামাদি ও টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে এক প্রেসনোটে বিষয়টি নিশ্চিত করেন দৌলতদিয়া নৌ ফাড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা।
আটককৃত জুয়া চক্রের সদস্যরা হলো মো. বাবু ফকির (৩২), মো. হাসান মণ্ডল (৫০) ও তারা ফকির (৩০)। এরা গোয়ালন্দ উপজেলার বাসিন্দা।
দৌলতদিয়া নৌ ফাড়ির ইনচার্জ জানায়, বুধবার (২৬ নভেম্বর) রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির এসআই (নি:) মেহেদী হাসান অপূর্ব সঙ্গীয় এএসআই (নি:) অশোক কুমার দত্ত, না:/মামুন সিকদার, ড্রাই কং/রফিকুল ইসলাম ছদ্মবেশে লুঙ্গি এবং সিভিল পোষাকে অবস্থান করে পাটুরিয়া-দৌলতদিয়া রুটের দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে শাহ মখদুম ফেরিতে অভিযান পরিচালনা করে এ সময় জুয়ারি চক্রের ৩ সদস্যকে আটক এবং সেই সাথে জুয়া খেলার সরঞ্জামাদি ও টাকা উদ্ধার করা হয়।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, ‘দীর্ঘদিন ধরে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুটে একটি চক্র জুয়ার ফাঁদে ফেলে যাত্রীদের কাছ থেকে সর্বস্ব লুটে নিচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া নৌফাড়ির একটি চৌকস দল ছদ্মবেশে তাদের আটক করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
কেকে/বি