শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের সৃষ্টিশীল তরুণ প্রজন্মকে নিয়ে গড়া সাংস্কৃতিক সংগঠন বয়ান শিল্পাঙ্গনের নাট্য বিভাগের তৃতীয় ব্যাচের কর্মশালা।
আগামী ৩০ নভেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত মোট ১৮টি ক্লাস জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম ও চেরাগি পাহাড়ের লুসাই ভবনে অবস্থিত সংগঠনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হবে। ক্লাস হবে প্রতি সোমবার, বুধবার ও বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত।
শরীর, মন, কণ্ঠস্বর, দৃশ্যপট, সেট ও লাইট—নাট্যচর্চার এসব অনুষঙ্গকে কেন্দ্র করে সাজানো হয়েছে বয়ানের এ কর্মশালা। কর্মশালা শেষ করলে অংশগ্রহণকারীরা বয়ান প্রযোজিত পথনাটক, মুক্ত নাটক ও মঞ্চনাটকে যুক্ত হওয়ার সুযোগ পাবে।
সার্বিক তথ্যের জন্য ০১৯৪৩৫২০৮৪৬ এ নম্বরে যোগাযোগ করা যাবে।
কেকে/এমএ