বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বান্দরবানে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বান্দরবান জেলার আয়োজনে জেলা সদরের মুক্তমঞ্চে এই কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়াও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন বান্দরবান স্টেডিয়াম জামে মসজিদের খতিব মাওলানা আবদুল্লাহ।
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বান্দরবান জেলার আহ্বায়ক আলমগীর চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপি বান্দরবান জেলার যুগ্ন আহ্বায়ক জসীম উদ্দিন তুষার।
এ সময় বক্তারা বলেন, ‘খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন এবং গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন এবং বিগত ১৬ বছর তিনি নির্যাতনের মধ্য দিয়ে অতিবাহিত করেছেন। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের পরীক্ষিত নেত্রী খালেদা জিয়া। আজও বাংলাদেশের গণতন্ত্রের এবং মানুষের মুক্তির প্রতীক হিসেবে সৃষ্টিকর্তা এখনো বেগম জিয়াকে বাঁচিয়ে রেখেছেন।’
বক্তারা আগামীতেও দেশ ও জাতির কল্যাণে কাজ করার জন্য খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
কেকে/এমএ