সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
খোলাকাগজ স্পেশাল
একক প্রার্থী ঘোষণায় জোর দিচ্ছে বিএনপি
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৮:৪৯ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে বড় প্রশ্ন- বিএনপি কীভাবে অংশ নেবে, আর তাদের কৌশলই বা কেমন হবে? দীর্ঘ আন্দোলন, গ্রেফতার-অভিযান ও সংগঠনভিত্তিক চাপ সামলে বিএনপি এবার ভোটযুদ্ধে যেন কোনো অভ্যন্তরীণ বিভাজন না তৈরি হয়, সেদিকেই মনোযোগ দিচ্ছেন দলটির দায়িত্বশীল নেতারা। এজন্য দলটি প্রাথমিকভাবে প্রতিটি আসনে ‘একক প্রার্থী’ দেওয়ার বিষয়ে কাজ করেছে।

এ ছাড়া সুষ্ঠু ভোট আদায়ে বিএনপি কৌশলগত অবস্থান নিয়েছে। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিয়ে নির্বাচনমুখী রাখতে চাচ্ছে দলটির দায়িত্বশীল নেতারা। ফলে সরকাররের কতিপয় উপদেষ্টার ‘কর্মকাণ্ড’ নিয়ে জোরালো কোনো বক্তব্য প্রকাশ্যে আনছেন না তারা। দলটির নেতারা মনে, জাতীয় নির্বাচনের তফসিলের আগেই ‘বির্তকিত’ উপদেষ্টাদের সরিয়ে দেবেন সরকারপ্রধান। যে কারণেই তৃণমূলে ভোটে মাঠ গোছাতে ব্যস্ত বিএনপি নেতারা। দলের ‘হাইকমান্ডে’ নির্দেশনায় আগামী জাতীয় নির্বাচনের দলীয় মনোনয়নপ্রত্যাশীরা ভোটারদের কাছ ছুটছেন। এ ছাড়া দলের অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে প্রতিটি আসনে দলের ‘একক’ প্রার্থী বাছাইয়ে কাজ চলমান রেখেছেন। শিগগির এ নিয়ে দলীয়ভাবে ঘোষণা আসছে এমনটা জানান নীতি নির্ধারণী ফোরামের সদস্যরা।

দলটির নীতিনির্ধারকরা জানিয়েছেন, এবার দলীয় বিভক্তি বা প্রার্থী বাছাই নিয়ে যেন কোনো সংকট তৈরি না হয়, সেদিকেই জোর দেওয়া হচ্ছে। এ নিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করেছেন। বিএনপির নীতিনির্ধারণী ফোরামের এক সদস্য খোলা কাগজকে বলেন, এবার দলীয় মনোনয়ন পাওয়া খুব সহজ হবে না। দলীয় মনোনয়ন বোর্ড থাকলেও মূলত দলীয় প্রার্থী চূড়ান্ত করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কারো কোনো অনুরোধ রাখা হবে না। দলের ত্যাগী, যোগ্য এবং ক্লিন ইমেজের নেতাকর্মীরাই ধানের শীষের মনোনয়ন পাবেন। তিনি বলেন, জোট সঙ্গীদের জন্য আসন সমঝোতার সুযোগ রেখেই বিএনপি প্রার্থী চূড়ান্ত করবে। 

দলীয় সূত্র বলছে, বিএনপি নির্বাচনী লড়াইয়ে ‘একক প্রার্থী’ বাছাইয়ে কৌশল গ্রহণ করেছে। অর্থাৎ প্রতিটি আসনে কেবলমাত্র একজনকে মনোনয়ন দেওয়া হবে, যাতে অভ্যন্তরীণ প্রতিযোগিতা ও দ্বন্দ্ব এড়ানো যায়। এ নিয়ে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত পর্যবেক্ষণ করে প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে।

বিএনপির একাধিক নেতা জানান,বিগত ১৭ বছর সরকারবিরোধী আন্দোলনের পর ফ্যাসিবাদের পতন হয়েছে। আসন্ন নির্বাচনে ঐক্যবদ্ধ অবস্থান বজায় রেখে নিজদের বিজয় সুনিশ্চিত করতে জনগণের কাছে যাচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। একটি মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যোগ্য প্রার্থীই বাছাই করা হবে। এজন্য প্রার্থী বাছাইয়ে অভিজ্ঞতা, ক্লিন ইমেজ, ত্যাগী ও গ্রহণযোগ্যতাকে প্রধান মানদণ্ড ধরা হচ্ছে। দলটির নেতারা আরো ইঙ্গিত দিয়েছেন, জোটের অন্যদলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতেও কিছু আসনে সমন্বয় হতে পারে। এটা এখন চূড়ান্ত হয়নি। এটা চূড়ান্ত হলেই কেন্দ্রীয়ভাবে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। 

দলীয় প্রার্থী বাছাই সঙ্গে জড়ি একাধিক নেতা জানান, বিগত কয়েকটি নির্বাচনে বিএনপির অভ্যন্তরে প্রার্থী নিয়ে দ্বন্দ্ব ও বিভক্তি বিষয়টি আমলে নিয়ে একক প্রার্থী বাছাই করা হচ্ছে। কোথাও বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়েছেন, আবার কোথাও কেন্দ্রীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্থানীয় পর্যায়ে সমর্থন বিভক্ত হয়েছে। এর ফলে ভোটের মাঠে দলীয় প্রার্থী দুর্বল হয়ে যায়। এবার শীর্ঘ নেতৃত্ব মনে করছেনÑযোগ্যপ্রার্থী বাছাই করতে না পারলে দলকে ঐক্যবদ্ধ রাখা সম্ভব নয়। তা ছাড়া একক প্রার্থী ঘোষণা শুধু সাংগঠনিক নিয়ন্ত্রণের বিষয় নয়, বরং ভোটার ও জোটসঙ্গীদের কাছেও একটি বার্তা যাবে। 

বিএনপি দেখাতে চাইছে যে তারা প্রস্তুত, ঐক্যবদ্ধ এবং সরকারবিরোধী আন্দোলনের ধারাবাহিকতা নির্বাচনি কৌশলেও বজায় রাখতে চায় এমনটা জানান বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা শরিক দলের নেতারা। প্রার্থী বাছাইয়ে দেখা হচ্ছে কারা বিগত দিনে আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেন, ত্যাগী ও আত্মনিবেদন, এলাকার জনপ্রিয়তা ওগ্রহণযোগ্যতা, সাংগঠনিক অভিজ্ঞতা। অতীতে যেসব প্রার্থী শুধু অর্থবল বা প্রভাব খাটিয়ে টিকিট পেয়েছিলেন, এবার তাদের ক্ষেত্রে কঠোর বিএনপি।

আসনভিত্তিক দলীয় এক প্রার্থীর প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনের জন্য বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ চলছে। শিগগির আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে। তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক, উদার নৈতিক রাজনৈতিক দল। প্রত্যেকটি আসনে আমাদের একাধিক যোগ্য প্রার্থী রয়েছে। অনেক আসনে ১০ থেকে ১২ জনের মতো প্রার্থী আছে। এখন আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রার্থী বাছাইয়ের কাজ করছি। শিগগির আসনভিত্তিক একক প্রার্থীকে মাঠে কাজ করার জন্য ‘গ্রিন সিগন্যাল’ দেওয়া হবে। তবে সেটি অফিশিয়াল হবে তফসিল ঘোষণার পরে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, জরুরি কিছু ব্যতীত এমন কোনো বিষয় সামনে আনা উচিত হবে না, যা জাতীয় জীবনে নতুন সংকট তৈরি করতে পারে। নির্বাচনকেন্দ্রিক জোট গঠনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা চলছে। গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের প্রশ্নে এক থাকবে। তিনি আরো বলেন, আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করতে বিএনপি দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে। তবে নির্বাহী আদেশের মাধ্যমে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী নয় বিএনপি। এ বিষয়ে যা হবে তা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়েই হওয়া উচিত। গণহত্যা চালানোর পরও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা নেই। বরং তারা দিল্লিতে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। সরকারের উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে আইসিটি কোর্টে মামলা করা।

জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক খোলা কাগজকে বলেন, বিএনপির সঙ্গে নির্বাচনি আসন বণ্টন নিয়ে বুঝাপড়া নিয়ে অনানুষ্ঠানিক আলোচনা সব সময় আছে। আনুষ্ঠানিকভাবে কোনো আলোচনা হয়নি। এ বিষয়ে বিএনপির দিকে আগ্রহ আছে, মঞ্চের দিক থেকেও আগ্রহ আছে। তিনি বলেন, এই নিয়ে আগামীকাল (শনিবার) বিকাল ৩টায় মঞ্চের পক্ষ থেকে প্রার্থীদের তালিকা নিয়ে আমরা বসব। এরপর বিএনপির সঙ্গে শিগগির আলোচনা করব। আরো যেসব রাজনৈতিক দল আছে তাদের সঙ্গেও আলোচনা করব।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close