নভেম্বরে আর্জেন্টিনার জাতীয় দলের ট্যুরে পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনা ইতোমধ্যেই আফ্রিকার দেশ অ্যাঙ্গোলার বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচে অংশ নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে।
দলের দ্বিতীয় প্রীতি ম্যাচটি হওয়ার কথা ছিল মূলত ভারতের কেরালায়। কিন্তু এখন সেটি আফ্রিকায় স্থানান্তরিত হতে পারে। টিওয়াইসি স্পোর্টসের খবর
গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় প্রীতি ম্যাচের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে মরক্কো, যারা কাতার ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্ট এবং ২০২৬ বিশ্বকাপেও অংশগ্রহণ নিশ্চিত করেছে। তাই বছর শেষ করার আগে তুলনামূলক শক্তিশালী দলের বিপক্ষে খেলতেই এই সিদ্ধান্ত নিতে পারে আর্জেন্টিনা।
লিওনেল মেসি সম্প্রতি ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে অনুপস্থিত ছিলেন। স্কালোনি নিশ্চিত করেছেন, এটি কোচের সঙ্গে মিলিতভাবে নেয়া সিদ্ধান্ত ছিল। মেসি তখন ইন্টার মিয়ামির গুরুত্বপূর্ণ মেজর লিগ সকার ম্যাচে খেলেছেন।
যদিও সফর বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। তবে শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হলে ভারতীয় ফুটবল ভক্তদের জন্য এটি অবশ্যই দুঃখের বিষয় হবে। কারণ ২০১১ সালের পর আর্জেন্টিনাকে পুনরায় দেশের মাটিতে খেলতে দেখার সুযোগ আবার কবে মিলবে তা তো বলা যায় না, বিশেষ করে বিশ্বজয়ী মেসি যখন সবার আগ্রহের শীর্ষে।
কেকে/এজে