আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে ১৯০ রানে আটকে দিয়েছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ে নেমে আফগানরা ৪৪.৫ ওভারে গুটিয়ে যায় আফগানরা।
শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হয় খেলাটি। এই ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি। টস হেরে বোলিংয়ে নেমে শুরুতেই উইকেট তুলে নিয়ে তাদেরকে চেপে ধরে বাংলাদেশ।
দলীয় ১৮ রানের মাথায় তার বিদায়ের মধ্য দিয়ে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ১৮ রানে উইকেট হারানোর পর মারকুটে স্বভাবে ব্যাট চালাতে থাকে আফগানরা।
বড় শট খেলতে গিয়ে দলীয় ৩৮ রানের মাথায় আবারও উইকেট হারিয়ে বসে আফগানিস্তান। তরুণ স্পিনার তানভীরের প্রথম ওভারেই মারতে গিয়ে ক্যাচ আউটের শিকার হয় সেদিকউল্লাহ আতাল।
৩৮ রানে ২উইকেট হারিয়ে যখন কিছুটা বেকফুটে চলে যায় আফগানিস্তান, তখন দলকে চাপ সামলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ইব্রাহিম জাদরান এবং রহমত শাহ।
তাদের ব্যাটে ঠিক পথে হাটছিল আফগানরা, কিন্তু ব্যথার কারণে রহমত শাহ যখন মাঠ ছাড়ে তখনি ঘুড়ে যায় খেলা। রহমত শাহ’র পরিবর্তে মাঠে আসে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদি।
মাঠে নেমে ব্যাট ব্যর্থ হয় হাশমতউল্লাহ, দলীয় ৭৮ রানে বাংলাদেশ অধিনায়ক মিরাজের বলে বোল্ড আউট হয়ে মাঠ ছাড়ে এই আফগান ব্যাটার।
তার ফেরার পর মাত্র ১ রান যোগ করে ব্যক্তিগত শূন্য রানে ক্যাচ আউট হয়ে বিদায় নেয় আজমতউল্লাহ ওমরজাই। ৭৮ ও ৭৯ রানে পরপর উইকেট হারিয়ে বিপাকে পড়ে আফগানিস্তান।
৭৯ রানে ৫ উইকেট হারিয়ে যখন চাপে পড়ে যায় তখন দলকে একপাশ আগলে রেখে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেয়ে আফগান আরেক ওপেনার ইবরাহিম জাদরান।
দলীয় ৪৩.২ ওভারে মেহেদী মিরাজকে ছক্কা মেরে সেঞ্চুরি করতে গিয়ে ক্যাচ আউট হয়ে ব্যক্তিগত ১৪০ বলে ৩ চার ও ১ ছক্কায় ৯৫ রান করে সাজঘরে ফেরে জাদরান।
ইবরাহিম জাদরান আউট হলে ভেঙে পড়ে তাদের ৫০ ওভার খেলার আশা, শেষ পর্যন্ত ৪৪.৫ ওভার ব্যাট করে ১৯০ রানে ইনিংস শেষ করে আফগানরা।
কেকে/এজে