ফটিকছড়িতে ৯টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। এতে ৮টি ভাটায় সাড়ে ২২ লাখ টাকা জরিমানাসহ চিমনি গুঁড়িয়ে দেওয়া হয় এবং ১টি ইটভাটাকে বেলার রিট মামলার প্রেক্ষিতে চিমনিসহ কিলন ভেঙে দেওয়া হয়।
বুধবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী চলা নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।
তিনি বলেন, “অবৈধভাবে পরিচালনা ও পরিবেশগত ছাড়পত্র এবং জেলা প্রশাসনের লাইসেন্স না থাকায় ফটিকছড়ির হারুয়ালছড়ি, সুয়াবিল ও নাজিরহাট পৌরসভার ৮টি ইটভাটাকে অর্থদণ্ডসহ চিমনি গুঁড়িয়ে দেওয় হয়। এছাড়া ১টি ইট ভাটাকে বেলার রিট মামলার প্রেক্ষিতে চিমনিসহ কিলন ভেঙে দেওয়া হয়।”
এদিকে জরিমানা প্রাপ্ত ভাটাগুলোর মধ্যে মেসার্স হালদা ব্রিকস, সিরাজ ব্রিকস, আবুল কালাম ব্রিকস, এবিসি-১ ব্রিকসকে ৪ লাখ টাকা, এবিসি-২ ব্রিকসকে দেড় লাখ, একতা ব্রিকসকে ২ লাখ, শাহজালাল ব্রিকসকে ১ লাখ এবং হাজী ইউনুচ ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে পরিবেশ অধিদফতরের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোজাহিদুর রহমান, রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক চন্দন বিশ্বাস, ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিনসহ র্যাব, পুলিশ, আনসার ব্যাটালিয়ন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই