“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি তরান্বিত করি”-প্রতিপাদ্যে মৌলভীবাজারে আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বুধবার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুর রহমান।
সদর উপজেলা সমাজসেবা অফিসার সুমন দেব নাথের সঞ্চালনায় এতে বক্তব্য দেন প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম মুহিব, ব্রুমিং রোজেস বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের অভিভাবক আব্দুর রউফ, স্বপন দাশ, সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ।
এতে স্বাগত বক্তব্য দেন প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল।
প্রধান অতিথি বলেন, “প্রতিবন্ধী নাগরিকরা যেন সমাজে অন্যসব নাগরিকের মতো সমান অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারেন, সে বিষয়ে সচেতনতা তৈরি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রতিবছর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালিত হয়। আর শারীরিকভাবে অসম্পূর্ণ মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগিতা প্রদর্শন ও তাদের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই দিবসটির সূচনা হয়।”
পরে উপস্থিত প্রতিবন্ধীদের মাঝে ২টি হুইলচেয়ার বিতরণ করেন অতিথিরা।
কেকে/ আরআই