মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নে একই রাতে দুই স্থানে পুকুরে বিষপ্রয়োগ করে তিন লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। পরিকল্পিত এই নাশকতামূলক ঘটনায় পুরো এলাকায় তীব্র উত্তেজনা ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) গভীর রাতে সোনাইলতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং ২ নম্বর ওয়ার্ডে ঘটনাগুলো ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ইউনিয়ন সেক্রেটারী মো. বোরহান সরদারের পুকুরে রাতের আঁধারে বিষ ঢেলে প্রায় তিন লক্ষাধিক টাকার মাছ নিধন করা হয়। পুকুরের চারপাশে ছড়িয়ে থাকা মৃত রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির মাছ দেখে সকালে এলাকাবাসী হতবাক হয়ে যায়।
একই রাতে ২ নম্বর ওয়ার্ডের রকিবুলের ঘেরেও একই কায়দায় বিষ প্রয়োগ করে প্রায় এক লক্ষাধিক টাকার মাছ মেরে ফেলা হয়।
মঙ্গলবার সকালে দুই স্থানে মানুষের ঢল নামে। ঘটনাস্থলে এসে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান, এক রাতেই পাশাপাশি দুই ওয়ার্ডে একই ধরনের নাশকতা সংঘটিত হওয়া কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। তারা আশঙ্কা প্রকাশ করেন, ঘটনাটি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং পরিকল্পিতভাবে সৃষ্ট নাশকতা হতে পারে। এলাকাজুড়ে আতঙ্ক ও অশান্তির সৃষ্টি হয়েছে।
ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা মো. বোরহান সরদার বলেন, ঘটনাটি যে পূর্বপরিকল্পিত তা স্পষ্ট। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিকভাবে সক্রিয় থাকায় তাকে টার্গেট করে এ ধরনের নাশকতামূলক ঘটনা ঘটাতে পারে বলে তিনি মনে করেন। তিনি জানান, পুকুরের সব মাছ মারা যাওয়ায় তিনি বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। দ্রুত দায়ীদের শনাক্ত করে গ্রেফতারের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।
অন্যদিকে রকিবুল বলেন, ঘেরে মাছ চাষ করে তিনি পরিবারের খরচ চালাতেন। হঠাৎ এমন নাশকতায় তার সব বিনিয়োগে পানি ঢেলে দিয়েছে দুর্বৃত্তরা। তিনি ঘটনার সঠিক তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা বলেন, পরিকল্পিতভাবে দুই জায়গায় এ ধরনের অপরাধ সংঘটিত হওয়া অত্যন্ত ন্যক্কারজনক। এটি এলাকার শান্তিপূর্ণ পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা। প্রশাসনের প্রতি দ্রুত তদন্ত শেষে অভিযুক্তদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়।
এদিকে পুকুরে বিষপ্রয়োগের ঘটনায় ক্ষতিগ্রস্তরা মোংলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন। মোংলা থানা পুলিশ জানায়, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/লআ