বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বান্দরবানে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বান্দরবান জেলার আয়োজনে বালাঘাটা শ্রী শ্রী রক্ষা কালী মন্দির প্রাঙ্গনে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
প্রার্থনা সভায় সনাতনী সমাজের নারী ও পুরুষেরা মন্দির প্রাঙ্গনে সমবেত হয়ে প্রার্থনা করেন এবং বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করেন।
এ সময় বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বান্দরবান জেলার উপদেষ্টা রিটল বিশ্বাস, আহ্বায়ক রাজু কর্মকার, সদস্য সচিব উজ্বল নাথ, বালাঘাটা শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের সভাপতি হরিপদ নাথ, সাধারণ সম্পাদক নয়ন দাশসহ বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বান্দরবান জেলার বিভিন্ন নেতৃবৃন্দ ও সনাতনী ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রার্থনা সভা শেষে উপস্থিত সকলের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট বান্দরবান জেলার উপদেষ্টা রিটল বিশ্বাস।
এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী ছিলেন এবং গণতন্ত্রের নেতৃত্ব দিয়েছেন এবং বিগত ১৬ বছর তিনি নির্যাতনের মধ্য দিয়ে তার দিন অতিবাহিত করেছেন। বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্রের পরীক্ষিত নেত্রী বেগম খালেদা জিয়া, আজও বাংলাদেশের গণতন্ত্রের এবং মানুষের মুক্তির প্রতীক হিসেবে সৃষ্টিকর্তা এখনো বেগম জিয়াকে বাঁচিয়ে রেখেছেন। তিনি আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেন।
কেকে/ এমএস