জনগণ যদি চায়, কাউকে পাঁচশ ভোট দেবে। আবার এই জনগণই চাইলে কাউকে দুই–তিন লাখ ভোটও দেবে মন্তব্য করে হাসনাত আবদুল্লাহ বলেন- সব সিদ্ধান্ত নেবে জনগণ। আমরা জনগণের চূড়ান্ত সিদ্ধান্তই মেনে নেব।
বুধবার (৩ ডিসেম্বর) দিনব্যাপী কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিভিন্ন এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও গণসংযোগকালে এসব কথা বলেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ।
হাসানাত আবদুল্লাহ বলেন, আপনাদের আতিথেয়তায় আমি মুগ্ধ হয়েছি। এই আন্তরিকতাই আমি আসলে চেয়েছিলাম। এই আন্তরিকতা আমাকে আরও বেশি দায়বদ্ধ করে। যত বেশি বাধা আসবে, এসব বাধা অতিক্রম করতে— আপনাদের এই ভালোবাসাই শক্তি হিসেবে কাজ করবে। ওরা যতই ভয় দেখাক না কেন— এই ভয়কে ভাঙার জন্য আপনাদের আন্তরিকতাই তখন শক্তি হবে। যারাই ভয় দেখাক না কেন, কেন্দ্র দখলের যে পরিকল্পনা এখন করছে— তাদেরকে আমরা মানুষের ভালোবাসা ও সমর্থনে প্রতিরোধ করতে পারব।
দেখা যায়, গণসংযোগকালে হাসনাত সাধারণ মানুষের খোঁজখবর নেওয়া, অভিযোগ-সমস্যা শোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন। এছাড়াও তরুণদের সঙ্গে আলাপ, কৃষকদের সঙ্গে মতবিনিময়, বাজার ও গ্রামাঞ্চলে সাধারণ মানুষের সঙ্গে কথোপকথনে বেশ সাড়া পেতে দেখা গেছে হাসানাত আব্দুল্লাহকে।
কেকে/ এমএস