প্রথমে কে ব্যাটিং নেবে আর কে ফিল্ডিং করবে- তা নির্ধারণ করা হয় টস করে। তাই মাঠে টস দিয়েই শুরুটা হয় ক্রিকেট খেলার। প্রতিটি দলের কোচ, অধিনায়ক, নীতিনির্ধারক এবং ম্যানেজার তাদের পূর্ব থেকেই একটা পরিকল্পনা থাকে, নির্ধারিত ম্যাচে মাঠের পিচ বিশ্লেষণ করে আগে ব্যাট করবে না ফিল্ডিং করবে। তাই টস ভাগ্যের দিকে অনেক সময় তাকিয়ে থাকে দলগুলোর কর্তারা।
টানা কত ম্যাচ কোনো একটি দল টস হারতে পারে? ৪টি, ৫টি কিংবা আরও বেশি। কিন্তু ভারতীয় ক্রিকেট দল ওয়ানডে ক্রিকেটে সর্বশেষ কবে টস জিতেছিল, সেটাই হয়তো ভুলে গেছে ভারতীয় ক্রিকেট সমর্থকরা। ভারতীয় ওয়ানডে ক্রিকেট দল টানা ২০ ম্যাচে টসে হেরে যায়। এটা ভাগ্য না দুর্ভাগ্য তা ক্রিকেট বোদ্ধারাই জানেন। প্রতিটি ম্যাচের আগেই দলের পরিকল্পনা থাকে প্রথমে ব্যাটিং পেলে এ কৌশলে খেলবেন বা টস হেরে ফিল্ডিং পেলে ওইভাবে খেলবেন। অনেক দলই টস জিততে না পারলে মনে মনে নিজেদের একটু অন্যরকমভাবে বা মনটা সাময়িকভাবে ম্লান হয়।
বুধবার (৩ ডিসেম্বর) রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচেও টস হারলো ভারত। প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নেন। টসের পর ভারতের অস্বস্তিকর ধারাবাহিকতা আরও দীর্ঘ হলো। তবে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা লোকেশ রাহুলের দল আত্মবিশ্বাস হারায়নি।
২০২৩ বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর থেকে ভারত একটি ওয়ানডেতেও টস জেতেনি। যদিও রায়পুরে টস হেরে লোকেশ রাহুল হাসি মুখেই বললেন, “অনেকদিন হলো টস জিতিনি। তবে আগের ম্যাচে আমরা খুব ভালো খেলেছি।” তিনি আগেই জানিয়ে রেখেছিলেন, যে কোনো অবস্থায় ব্যাট করতে বা বোলিং করতে প্রস্তুত তার দল। প্রথম ম্যাচের একাদশ নিয়েই তারা মাঠে নেমেছে।
রাচিতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে খেলতে না পারা দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা খেলা বাভুমা এই ম্যাচে ফিরে এসেছে। এ জন্য তিনি স্বস্তি প্রকাশ করে বলেন, “আমরা বোলিংয়ের সিদ্ধান্ত নিচ্ছি। আশা করছি সন্ধ্যার পরে শিশির পড়বে, বল স্লাইড করবে। আগের ম্যাচে অনেক ইতিবাচক দিক ছিল।”
কেকে/ আরআই