বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১২ অক্টোবর) বিকেলে বেনাপোলের দি সান রুফ হোটেল রহমান চেম্বারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আল-মোদারীপ ইন্টারন্যাশনালের প্রোপ্রাইটর মো. মতিয়ার রহমান সভাপতি হিসেবে নির্বাচিত হন। সিনিয়র সহ-সভাপতি হন উৎস এন্টারপ্রাইজের উজ্জ্বল বিশ্বাস এবং সহ-সভাপতি পদে নির্বাচিত হন রাতুল ইন্টারন্যাশনালের মো. আব্দুল লতিফ, আল আমিন এন্টারপ্রাইজের মো. মহিউদ্দিন ও এস. আর. বিজনেস কর্ণারের মো. সাজিদুর রহমান।
সাধারণ সম্পাদক নির্বাচিত হন রাহাদ ট্রেডার্সের মো. জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন লিপু ইন্টারন্যাশনালের মোয়াজ্জেম হোসেন লিপু, বিশ্বাস ট্রেডার্সের নূরুল আমিন বিশ্বাস ও সান এন্টারপ্রাইজের আব্দুল করিম।
এছাড়াও এইচ. এম. আবুল বাশার, মো. ওসমান গণি, মো. বাবুল হোসেন, শাহিন হোসেন, সন্তু বিশ্বাস, রফিকুল ইসলাম রয়েল, রয়েল হোসেন, কামাল হোসেন, আনিছুর রহমান, শামিম উদ্দিন গাজী, বাবুলাল বিশ্বাস, আতাউর রহমান, শেখর দাস ও মোহাম্মদ আলীসহ মোট ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
সভায় বক্তারা বলেন, বেনাপোল স্থলবন্দর দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক প্রবেশদ্বার হিসেবে আমদানি-রপ্তানি কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সরকারি-বেসরকারি সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এই অ্যাসোসিয়েশন ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
সভা শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
কেকে/ আরআই