চলনবিলে ধান ক্ষেতে পেতে রাখা পাখি শিকারের বিভিন্ন ফাঁদ ধ্বংস করেছেন পরিবেশবাদিরা। এ সময় ফাঁদে আটকে থাকা ছয়টি বক ও চারটি ঘুঘু পাখি উদ্ধার করে আকাশে উড়িয়ে দেওয়া হয়।
রোববার (১২ অক্টোবর) ভোরে নাটোরের সিংড়া উপজেলার বিলদহর ও কালিনগর মাঠের ধানক্ষেতে পেতে রাখা ফাঁদ ধ্বংস ও পাখিগুলো উদ্ধার করেন তারা।
চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দুইটি মাঠে যায় পরিবেশকর্মীরা। এ সময় বাঁশ ও কলাপাতা দিয়ে বিশেষভাবে তৈরি করা ফাঁদ ও কারেন্ট জালে আটকে থাকা দশটি পাখি উদ্ধার করা হয়। এ সময় আর কোন দিন পাখি শিকার করবে না— মর্মে মুচলেকায় দুই পাখি শিকারিকে ছেড়ে দেওয়া হয়।’
‘পরে পাখিগুলো আকাশে উড়িয়ে দেওয়াসহ পাখি ও জীববৈচিত্র্য রক্ষায় উপস্থিত জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন পরিবেশকর্মীরা।’
এ সময় উপস্থিত ছিলেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির দপ্তর সম্পাদক অনিক আহমেদ, সহ-দপ্তর সম্পাদক আতিকুর রহমান, ছাত্র বিষয়ক সম্পাদক রিপন হোসেন, শিক্ষক হাসিবুল হাসান শিমুল, সাংবাদিক আব্দুর রশিদ, পরিবেশ কর্মী শফিউর রহমান রাজ।
কেকে/ এমএ