আফ্রিকা মহাদেশ থেকে আরও একটি দল ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল। দুই দিন আগেই মোহাম্মদ সালাহর দেশ মিশর বিশ্বকাপ নিশ্চিত করেছিল। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সোমালিয়াকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করেছে আলজেরিয়া।
আলজেরিয়া ২০তম দেশ, যারা আগামী বছরের বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে। সোমালিয়াকে হারানোর ম্যাচে আলজেরিয়ার হয়ে দুইটি গোল মোহাম্মদ আমুরা ও একটি গোল করেছেন ম্যানচেস্টার সিটির সাবেক তারকা রিয়াদ মাহরেজ। ২০১৪ সালের পর আবারও বিশ্বকাপ খেলতে যাচ্ছে আলজেরিয়া।
এর আগে ১৯৮২, ১৯৮৬, ২০১০ ও ২০১৪ সালের বিশ্বকাপ খেলেছে আরজেরিয়া। ২০১৪ বিশ্বকাপে তারা শেষ ১৬-তে খেলেছিল।
এদিকে এরই মধ্যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে এশিয়া থেকে অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান। আফ্রিকা থেকে টিকিট পেয়েছে আলজেরিয়া, মিশর, মরক্কো ও তিউনিসিয়া।
দক্ষিণ আমেরিকা থেকে বিশ্বকাপ নিশ্চিত করেছে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বো, ইকুয়েডর, প্যারাগুয়ে ও উরুগুয়ে। আর ওশেনিয়া মহাদেশ থেকে এখন পর্যন্ত বিশ্বকাপের টিকিট কেটেছে নিউজিল্যান্ড। আর তিন আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র তো আছেই।
কেকে/ এমএ