‘তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক’-এই স্লোগানকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের কালাই উপজেলা বিএনপির উদ্যোগে গণমিছিল ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১২ অক্টোবর) বিকালে কালাই সরকারি মহিলা কলেজ মাঠ থেকে মিছিল শুরু হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে কালাই বাস স্ট্যান্ড চত্বরে এসে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সদস্য আনিছুর রহমান তালুকদার। প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা।
গোলাম মোস্তফা বলেন, ‘লড়াই সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে গত ১৭ বছর আমরা যে নির্যাতনের শিকার হয়েছি, সেই ত্যাগের বিনিময়ে এ দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপিরকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করবে। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ পুনর্গঠনের জন্য বিএনপি বদ্ধপরিকর। এই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
‘আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধানের শীষের বিজয় নিশ্চিত করতে আমাদের ঘরে ঘরে গিয়ে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি তুলে ধরতে হবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচনের আগে নানা ধরনের গুজব, অপপ্রচার ও ষড়যন্ত্র মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এসবের মোকাবেলায় দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সচেতন থাকতে হবে। সব অপপ্রচারের জবাব দিতে হবে তথ্য, যুক্তি ও রাজনৈতিক শালীনতা দিয়ে।’
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ আব্দুস সবুর, সাবেক সদস্য মামুনুর রশিদ, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এফতাদুল হক, উপজেলা বিএনপির সহসভাপতি তৌফিকুল ইসলাম, উপজেলা বিএনপির নেতা আব্দুর রাজ্জাক।
এ আয়োজনের মধ্য দিয়ে কালাই উপজেলায় আবারও বিএনপির রাজনীতি সচল ও সংঘবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় নেতারা। আগামী দিনে ৩১ দফা দাবিকে ঘিরে আরও বৃহত্তর কর্মসূচি নেওয়া হবে বলেও জানান আয়োজকেরা।
কেকে/ এমএ