ট্রাক ভাড়া করে বিভিন্ন জেলায় ঘুরে ডাকাতি করে বেড়ানো একটি আন্তঃজেলা ডাকাত চক্রের ৮ সদস্যকে আটক করেছে পটুয়াখালী জেলা পুলিশ।
শনিবার রাতে (১১ অক্টোবর) পটুয়াখালী জেলা পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়।
রোববার (১২ অক্টোবর) বিকালে সংবাদ সম্মেলন করে এ তথ্য নিশ্চিত করেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন মো. হারুন, মো. মনির হাওলাদার, মো. জাহাঙ্গীর আলম, আ. রাজ্জাক, মো. মোস্তফা হাওলাদার, মো. সুমন তালুকদার, মো. ওয়াসিম ও মো. রনি চৌকিদার।
সংবাদ সম্মেলনে সাজেদুল ইসলাম বলেন, ‘এই চক্রটি দীর্ঘদিন ধরে ট্রাক ভাড়া করে বিভিন্ন জেলায় গিয়ে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’
তিনি জানান, তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক, নগদ টাকা ও মোবাইল ফোনসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, এর আগেও তারা বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির ঘটনায় জড়িত ছিল।’
পটুয়াখালী জেলা পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
কেকে/ এমএ