জুলাই সনদের আইনি স্বীকৃতি, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মৌলভীবাজারে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই দিনে ছয় দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে খেলাফত মজলিস।
রোববার (১২ অক্টোবর) দুপুরে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জেলা শহরের চৌমুহনা দেওয়ানী মসজিদের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
পরে জেলা জামায়াতের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের কাছে ৫ দফা দাবি সংবলিত স্মারকলিপি প্রদান করে।
এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আব্দুল মান্নান, জেলা আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সেক্রেটারি মো. ইয়ামীর আলী, সহকারী সেক্রেটারি আলাউদ্দিন শাহ, মাওলানা হারুনুর রশিদ তালুকদার, আজিজ আহমদ কিবরিয়া, পৌর আমির হাফেজ মাওলানা তাজুল ইসলাম, সদর উপজেলা আমির মো. ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমির আবু রাইয়ান শাহীন, কমলগঞ্জ উপজেলা আমির মো. মাসুক মিয়া, ছাত্রশিবিরের শহর সেক্রেটারি কাজী দাইয়ান আহমদ প্রমুখ।
জামায়াতের ৫ দফা দাবির মধ্যে রয়েছে- আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও গণভোট আয়োজন; জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু; সকল রাজনৈতিক দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত; ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার; জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
অন্যদিকে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে একই দিন সকালে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের কাছে ৬ দফা দাবিসহ স্মারকলিপি জমা দেয় জেলা ও শহর খেলাফত মজলিস।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, শহর সভাপতি কাজী মাওলানা হারুনুর রশিদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা সৈয়দ সাইফুর রহমান প্রমুখ।
খেলাফত মজলিসের ৬ দফা দাবির মধ্যে রয়েছে- অবিলম্বে জুলাই জাতীয় সনদ ঘোষণা ও আইনি ভিত্তি প্রদান; ওই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচন আয়োজন; জাতীয় সংসদের উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন; আওয়ামী লীগ ও তাদের সহযোগীদের অপরাধের বিচার; সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবৈধ অস্ত্র, কালো টাকা ও পেশিশক্তিমুক্ত সুষ্ঠু নির্বাচন; সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগ বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগ।
কেকে/ আরআই