জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি ও প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতিতে নির্বাচন বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
রোববার (১২ অক্টোবর) সকালে গাজীপুরের শিববাড়ি মোড় এলাকা থেকে একটি বর্ণাঢ্য মিছিল নিয়ে জামায়াতের নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে বলা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রক্রিয়া শুরু হলেও জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এখনো দেওয়া হয়নি। জামায়াতে ইসলামী মনে করে, এ সনদকে আইনি স্বীকৃতি প্রদান না করলে জনগণের আন্দোলনের অর্জন প্রশ্নবিদ্ধ হবে।
এতে আরও বলা হয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু করা জরুরি। এটি ভোটের সঠিক মূল্যায়ন, রাজনৈতিক ভারসাম্য এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠায় সহায়ক হবে।
এছাড়া অতীতের দমন-নিপীড়ন, গুম-খুন ও দুর্নীতির বিচার এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
এর আগে শিববাড়ি মোড়ে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন গাজীপুর জেলা জামায়াতের আমির ড. জাহাঙ্গীর আলম এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মো. শফিউদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিন বলেন, জুলাই জাতীয় সনদ জাতির আত্মত্যাগ ও ঐক্যের প্রতীক। জনগণের ত্যাগকে অর্থবহ করতে এ সনদের দ্রুত আইনি স্বীকৃতি দিতে হবে। একইসঙ্গে নির্বাচনের আগে পিআর পদ্ধতি চালু করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনের এমপি প্রার্থী মো. খায়রুল হাসান, গাজীপুর-২ (সদর) আসনের প্রার্থী মো. হোসেন আলী, গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের প্রার্থী মো. সালাহ উদ্দিন আইউবী, গাজীপুর-১ (কালিয়াকৈর) আসনের প্রার্থী শাহ আলম বকশী, গাজীপুর-৬ (টঙ্গী) আসনের প্রার্থী ও তুরস্কের বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কেকে/ আরআই