সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
খোলাকাগজ স্পেশাল
কঠিন পরিস্থিতিতে ইসি
প্রণব আচার্য্য
প্রকাশ: রোববার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৪৭ এএম আপডেট: ২৮.০৯.২০২৫ ১১:১৪ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সে মোতাবেক প্রস্তুতিও নিতে শুরু করেছে নির্বাচন কমিশন। তবে রাজনৈতিক দলগুলোর কিছু দাবি-দাওয়া ও নানামুখী চ্যালেঞ্জে কিছুটা কঠিন পরিস্থতি সৃষ্টি হয়েছে ইসির জন্য। বিষয়টি স্বীকার করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনও। তার কথায়, বাংলাদেশে কাজ করা খুব কঠিন।
 
সিইসি বলেন, ‘বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট। পার্টিকুলারলি যে অবস্থার মধ্য দিয়ে দেশ যাচ্ছে তাতে কাজ আদায় করে নেওয়া কঠিন। কিছু কিছু পক্ষের লোকের জন্য খুব সুবিধা। আর বেশিরভাগ পক্ষের লোকের জন্য ডিফিকাল্ট। এ সিচুয়েশনে আমরা এখন দাঁড়িয়ে আছি।’
 
বিশ্লেষকরা বলছেন, স্বৈরাচারপরবর্তী সময়ে এমনিতেই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করা বেশ চ্যালেঞ্জর। কারণ গত ১৫ বছরে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এ ছাড়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও কিছুটা নাজুক। তার ওপর শাপলা প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে ইসির এক ধরনের টানপড়েন চলছে। শাপলা প্রতীক না পেলে ‘নির্বাচন দেখে নেওয়ার’ হুমকিও দিয়ে রেখেছে অভ্যুত্থানে নেতৃত্ব শিক্ষার্থীদের এ রাজনৈতিক দলটি। এ ছাড়া পিআর ইস্যু নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধও নির্বাচনে প্রভাব ফেলতে পারে। তা ছাড়া জুলাই সনদও এখনো চূড়ান্ত হয়নি। সব মিলিয়ে নির্বাচন হওয়া না হওয়ার দোলাচল, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, পতিত স্বৈরাচারের ষড়যন্ত্র মোকাবিলা করে সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া ইসির জন্য যথেষ্ট চ্যালেঞ্জের হবে। 

গতকাল শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫ এ প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, ‘আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি এবং বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কাজ করছি। এতে আমরা অনেক প্রত্যক্ষ ও অপ্রত্যক্ষ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি।’ সিইসি বলেন, ‘একটা বিশেষ পরিস্থিতিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুতরাং আমাদের বিশেষভাবেই এটা মোকাবিলা করতে হবে। বিশেষ অ্যারেঞ্জমেন্টের মাধ্যমেই এটাকে আমাদের এগিয়ে নিতে হবে।’ আগামী নির্বাচন ঐতিহাসিক নির্বাচন হবে উল্লেখ করে সিইসি বলেন, ‘অতীতে যাই করে থাকুন না কেন। আমাদের প্রমাণ করতে হবে আমরা এটা পারি। এর কোনো ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই এবং আপনাদের সহযোগিতা নিয়ে আমি এটা নিশ্চিত করব।’ 

নির্বাচনি কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আপনারা ওয়াদা করেছিলেন নিরপেক্ষভাবে কাজ করবেন এবং প্রফেশনালি কাজ করবেন। আইন মেনে কাজ করবেন। ইনস্ট্রাকশন আমরা দেব। কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না। আমরা কাউকে ফেভার করার জন্য ইনসট্রাকশন দেব না। আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব না।’ 

কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘আমি চাই কোনো দলের পক্ষে হয়ে কেউ কাজ করবেন না। এটা আমরা প্রত্যাশা করি না এবং আপনারা আজকে ওয়াদা করলেন যে কোনো ব্যক্তির বা পক্ষের পক্ষপাতদুষ্ট হয়ে আপনারা কোনো কাজ করবেন না।’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘বাংলাদেশ রাষ্ট্র এবং জাতি হিসেবে এ মুহূর্তে একটা সময়ের ক্রস রোডে দাঁড়িয়ে আছে। যেসব কারণে আমরা জুলাই অভ্যুত্থান দেখেছি তার অন্যতম প্রধান কারণ হচ্ছে দেশে ভালো নির্বাচন না থাকা। ফাইনালি যেসব কারণে জুলাই হয়েছে তা হলো পচা নির্বাচন বা নির্বাচনের নামে প্রহসন। আপনারা একবার চোখ বন্ধ করে চিন্তা করেন, ভালো নির্বাচন হলে এ ধরনের ঘটনা ঘটতো কি না?’ তিনি আরো বলেন, ‘এই নির্বাচন কমিশন কখনোই আপনাদের পক্ষপাতিত্বমূলক, দুষ্ট কোনো নির্বাচনের ইনস্ট্রাকশন দেবেন না।’
 
আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘নির্বাচনের ব্যাপারে, নির্বাচন কমিশনের ব্যাপারে অনেক অনাস্থা সৃষ্টি হয়েছে এবং নির্বাচনের ব্যাপারে আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন ভালো নির্বাচন করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই।’ 

এদিকে নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, ‘অতীতের যে কোনো নির্বাচনের থেকে আসন্ন নির্বাচন চ্যালেঞ্জের। আমরা নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য করতে চাই।’ তিনি বলেন, ‘ইসির চ্যালেঞ্জ দুটি। একটি হলো এআইয়ের অপপ্রয়োগ, আরেকটি প্রবাসীদের ভোটাধিকার। আমরা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করব। ধাপে ধাপে কাজ করছি, রাতারাতি কিছু হবে না। আমরা কাজ করে সব কিছু আদায় করতে চাই। ভালো নির্বাচনের বিকল্প নেই, এজন্য জাতি আমাদের দিকে তাকিয়ে আছে। বর্তমান নির্বাচন কমিশনের কোনো কৃপণতা নেই। আমরা চেষ্টা করছি সব কাজ ভালোভাবে করতে।’ নির্বাচনে এআইয়ের অপব্যবহার এবং পোস্টাল ভোটিংয়ের মতো চ্যালেঞ্জ মোকাবিলা করে সুন্দর নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন কাজ করছে বলে জানান ইসি সচিব। 

‘শাপলা’ নিয়ে পাল্টাপাল্টি ইসি-এনসিপির : শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলাকে নির্বাচনি প্রতীক হিসেবে তালিকাভুক্ত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অনুকূলে এ তিন প্রতীকের যে কোনো একটি বরাদ্দের আবেদন জানিয়েছে দলটি। এনসিপির শাপলা প্রতীক পাওয়ার সুযোগ নেই নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের এ বক্তব্যের এক দিন পর গত বুধবার ই-মেইলের মাধ্যমে তার কাছে এক আবেদনে দলটির পক্ষ থেকে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা প্রতীক চাওয়া হয়েছে। 

প্রতীক চেয়ে এ নিয়ে দ্বিতীয়বারের মতো ইসির কাছে আবেদন করল এনসিপি। গত ২২ জুন ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেয় এনসিপি। তখন তারা দলীয় প্রতীক হিসেবে শাপলা, কলম ও মোবাইল প্রতীক চেয়েছিল। কিন্তু ৩ আগস্ট ইসি সচিব বরাবর আরেক আবেদনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পছন্দের প্রতীকে সংশোধনী এনে শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা চান। 

এনসিপির পক্ষ থেকে ইসি সচিবের ই-মেইলে পাঠানো আবেদনে বলা হয়েছে, ‘শাপলাকে প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত না করার ক্ষেত্রে ইসির সিদ্ধান্ত কোনো আইনি ভিত্তি দ্বারা গঠিত নয়, বরং এনসিপির প্রতি বিরূপ মনোভাব ও স্বেচ্ছাচারী দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ। ইসির এমন একরোখা কার্যকলাপে তাদের নিরপেক্ষতা নিয়ে জনমনে প্রশ্ন উত্থাপিত হয় এবং একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজন ও সব দলের ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড (সবার জন্য সমান সুযোগ) তৈরির ক্ষেত্রে তাদের আগ্রহ প্রশ্নবিদ্ধ হয়।

উল্লেখ্য, এনসিপিকে যেন শাপলা প্রতীক বরাদ্দ না দেওয়া হয়, এ বিষয়ে একটি বৃহৎ রাজনৈতিক দলের তৎপরতা জনপরিসরে দৃশ্যমান এবং রাজনৈতিক অঙ্গনে আলোচিত রয়েছে।’

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  কঠিন পরিস্থিতি   নির্বাচন   ইসি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close