সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
খোলাকাগজ স্পেশাল
ধর্মীয় বিভাজনের ষড়যন্ত্র
প্রণব আচার্য্য
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৩ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

নির্বচান যত ঘনাচ্ছে, দেশকে অস্থিতিশীল করার যড়যন্ত্র ততই তীব্র হচ্ছে। রাজনৈতিক বিভেদ তৈরি করে ফায়দা লোটার পাশাপশি এবার ধর্মের মতো সংবেদনশীল বিষয় সামনে এনে দেশজুড়ে নৈরাজ্যকর পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চলছে। বিশেষ করে রাজবাড়ী গোয়ালন্দে ধর্ম অবমাননার অভিযোগ তুলে কবর থেকে এক ব্যক্তির লাশ তুলে পোড়ানোর ঘটনা দেশব্যাপী চাঞ্চল্যের সৃষ্টি করেছে। এ ছাড়া রাজশাহীতে একটি খানকায় ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অন্যদিকে চট্টগ্রামের হাটহাজারিতে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। 

বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ধর্মীয় ও সামাজিকভাবে একটি উদার রাষ্ট্র। এখানে ধর্মবর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। কিন্তু একটি মহল দেশকে অস্থিতিশীল ও ধর্মীয়ভাবে অসহিষ্ণু রাষ্ট্র হিসেবে দেখাতে চাইছে। এ ছাড়া আসন্ন নির্বাচনকেও বাধাগ্রস্ত করতে মরিয়া একটি পক্ষ। এর পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে ধারণা করছেন ওয়াকিবহাল মহল। তারা আশঙ্কা করছেন, আসন্ন দুর্গা পূজা ঘিরেও নাশকতার ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে সরকারকে আগাম প্রস্তুতি নেওয়ারও পরামর্শ দিচ্ছেন তারা। 

পরিস্থিতি খুবই উদ্বেজনক উল্লেখ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘প্রধানত সরকারের অকার্যকারিতা ও দুর্বলতার সুযোগে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কবর থেকে লাশ তুলে পোড়ানোর মতো বর্বরতার ঘটনা আমরা দেখছি। এক ধরনের আইয়ামে জাহেলিয়াতের যুগ ফেরার চেষ্টা কেউ কেউ করছেন। এবং ধর্মের নামে নানা ধরনের অধর্মের কাজ সংগঠিত হচ্ছে। এসব ঘটনার পেছনে রাজনৈতিক ইন্ধন আছে বলে আমি অনুমান করি। তারা এমন একটি পরিস্থিতি সৃষ্টি করতে চায়, যে পরিস্থিতিতে বিচার, সংস্কার ও নির্বাচনের যে ধারা তৈরি হয়েছে, সেটাকে একটা অনিশ্চয়তার দিকে নেওয়ার লক্ষ্যে এ ধরনের ঘটনা ঘটছে কিনা, এটা সন্দেহ করার যথেষ্ট কারণ আছে।’ 

এর জন্য সরকারকে দায়ী করে তিনি আরো বলেন, ‘শুরু থেকেই মব সন্ত্রাস সরকারের ছত্রছায়ায় সংগঠিত হয়েছে। দিনে দিনে এটা বেড়ে যাচ্ছে। আজ পর্যন্ত মব সন্ত্রাসের বিরুদ্ধে দৃশ্যমান কার্যক্রম আমরা লক্ষ করিনি। এর মধ্য দিয়ে সামাজিক একটা অস্থিরতাকে একটি রাজনৈতিক নৈরাজ্যের নিকে নিয়ে যাওয়া হচ্ছে। এতে দেশের গণতান্ত্রিক উত্তোরণ বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে।’ 

এদিকে সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে বলে স্বীকার করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি এতদিন যেমন ছিল, কিন্তু গত কয়েক দিনের ঘটনায় আমি বলব যে একটুখানি খারাপের দিকে গেছে। এটা যেন সম্পূর্ণ আগের জায়গায় যেন নিয়ে আসতে পারি সে চেষ্টা করব।’ আসন্ন দুর্গা পূজায় অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে বলেও মন্তব্য করেছেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সামনে দুর্গাপূজায় আবারো সারা দেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা হচ্ছে। গত বছরের মতো এ বছরও সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

রাজবাড়ীতে হঠাৎ করে এমন অস্থিরতা কেন হলো, নির্বাচন বানচাল জন্য আন্তর্জাতিকভাবেও কোনো কাজ করা হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রাজবাড়ীর ঘটনা আমরা তদন্ত করে দেখছি। তদন্ত প্রতিবেদনের পর আমরা এ বিষয়ে বিস্তারিত বলতে পারব। বিষয়টি তদন্তাধীন রয়েছে, তবে এ ঘটনার সঙ্গে যারা জড়িত এদের মধ্যে পাঁচজনকে ইতোমধ্যে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। গ্রেফতারদের জিজ্ঞাসাবাদের পর হয়তো আমরা এ সম্পূর্ণ ঘটনা জানতে পারব।

রাজবাড়ীতে গত কয়েকদিন আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা হুমকি দেওয়া হচ্ছিল তারপরও কেন এই মব ঠেকানো গেল না, এ ছাড়া গতকাল হাটহাজারীতেও এমন একটা ঘটনা ঘটল। তাহলে কি আপনার মব ঠেকাতে ব্যর্থ হচ্ছেন?- এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘না আমরা ব্যর্থ হচ্ছি না। যারাই এমনটা করেছে একটি বিষয় আমরা কিন্তু অনেক অসহিষ্ণু হয়ে গেছি। যারা এসব ঘটনা ঘটিয়েছে আমরা অবশ্যই তাদের আইনে আওতায় নিয়ে আসব। সবাইকে ধৈর্যশীল হওয়ার জন্য অনুরোধ করব।’ 

এদিকে তৌহিদি জনতার নামে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বাংলাদেশ একটি উদার নৈতিক দেশ। বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সাম্প্রদায় পাশাপাশি শান্তিপূর্ণভাবে বাস করে। এ দেশের পূজামণ্ডপ পাহারা দেয় আলেম-ওলামারা। সেই দেশে মাজার ভেঙে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই এর পেছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে। বিএনপির আমলে চক্রান্ত করেছিলেন শেখ হাসিনা। বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য এখন আবার সেই প্রচেষ্টা চলছে কি না, এটা অন্তর্বর্তীকালীন সরকারকে খতিয়ে দেখতে হবে।’

হাটহাজারীতে সংঘর্ষে ১২০ জন আহত, ১৪৪ ধারা জারি 

চট্টগ্রামের হাটহাজারীতে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার শিক্ষার্থী ও জশনে জুলুসের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১২০ জন আহত হয়েছেন। 

পুলিশ জানায়, গত শনিবার রাত ৮টার দিকে হাটহাজারী বাসস্ট্যান্ড এলাকা থেকে এ সংঘর্ষ শুরু হয় এবং মধ্যরাত পর্যন্ত থেমে থেমে চলে। এ সময় বেশ কয়েকটি যাত্রীবাহী বাস ভাঙচুর করা হয়। 

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ বলেন, মাদ্রাসাটিকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেওয়ার জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে দুপক্ষ থেকে বিপুলসংখ্যক লোক সংঘর্ষে জড়ালে পরিস্থিতি অবনতি হয়। বিশৃঙ্খলা এড়াতে জেলা প্রশাসন গত রোববার বিকাল ৩টা পর্যন্ত এগারোমাইল থেকে মীরের হাট বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে। 

কবর থেকে লাশ তুলে আগুন 

এর আগে গত শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শত শত মানুষ একটি ‘দরবার শরিফে’ হামলা চালায় এবং নুরাল পাগলার মরদেহ কবর থেকে তুলে আগুনে পুড়িয়ে দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে নুরাল পাগলার অনুসারী ও ‘ইমান-আকিদা রক্ষা কমিটি’র ব্যানারে স্থানীয়দের মধ্যে সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও সাংবাদিকসহ ২২ জন আহত হন।

পুলিশ ও স্থানীয় প্রশাসন বাধা দেওয়ার চেষ্টা করলে বিক্ষোভকারীরা ইউএনও, অতিরিক্ত পুলিশ সুপার ও গোয়ালন্দ ঘাট থানার ওসির গাড়ি ভাঙচুর করে। এ সময় পাথর নিক্ষেপ ও মারধরে পাঁচ পুলিশ সদস্য ও দুই প্রশাসনিক কর্মকর্তা আহত হন। 

মাজারে হামলা এবং কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় সাড়ে তিন হাজার অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, থানার উপপরিদর্শক সেলিম বাদী হলে গত শনিবার ভোরে এ মামলা করেন। মামলায় পুলিশের ওপর হামলা, সরকারি দায়িত্বপালনে বাধা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ আনা হয়েছে। ওসি বলেন, ‘আমরা আসামিদের গ্রেফতারের চেষ্টা করছি। বিশেষ করে ভিডিও ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হচ্ছে।’ 

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close