বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫,
৬ ভাদ্র ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫
শিরোনাম: মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা       নারীর জন্য নিরাপদ পরিবেশ সৃষ্টি টেকসই উন্নয়ন অর্জনের জন্য জরুরি      ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      ‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস      আবারো সংঘর্ষে ঢাকা-সিটি কলেজের শিক্ষার্থীরা      রাজসাক্ষী হতে চান পুলিশের উপপরিদর্শক শেখ আফজালুল      গাজা সিটি দখলে অভিযান শুরু ইসরায়েলের, নিহত ৮১      
খোলাকাগজ স্পেশাল
মিলল না যুদ্ধ বন্ধের দিশা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫, ১১:১৬ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

তিন বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় খুঁজতে বৈঠকে বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরের এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটিতে স্থানীয় সময় শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন দুই নেতা। টানা তিন ঘণ্টা ধরে চলা বিশ্বের শীর্ষ দুই ক্ষমতাধর রাষ্ট্রের প্রেসিডেন্টদের দ্বিপাক্ষিক বৈঠক শেষ হয়েছে কোনো রকম সিদ্ধান্ত ছাড়াই। অর্থাৎ ইউক্রেন যুদ্ধ বন্ধের কোনো উল্লেখযোগ্য অগ্রগতিই হয়নি। 

যদিও বৈঠক শেষে সংবাদ সম্মেলনে আশার প্রচুর ফুলঝুরি শুনিয়েছেন দুই শীর্ষ নেতা। তবে যুদ্ধ বন্ধের কোনো দিকনির্দেশনা না থাকায় বিশ্লেষকরা বহুল আলোচিত এ বৈঠককে আখ্যা দিয়েছেন অন্তঃসারশূন্য হিসেবে। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, ট্রাম্প-পুতিন বৈঠকের পর ইউক্রেনে যুদ্ধবিরতির বিষয়ে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। দুই নেতা যৌথ বিবৃতি দিয়ে সংবাদমাধ্যমের সামনে হাজির হন, তবে কোনো প্রশ্ন নেননি। 

এদিকে দুই দুই শীর্ষ নেতার যৌথ সংবাদ সম্মেলন শেষে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা তাদের প্রতিবেদনে বলেছে, এ সংবাদ সম্মেলনে সংবাদ ছিল সামান্যই। প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজ শহরের এলমেনডর্ফ-রিচার্ডসন সামরিক ঘাঁটিতে শুক্রবার তিন ঘণ্টা ধরে বৈঠক করেন দুই নেতা। বৈঠক শেষের সংবাদ সম্মেলনটি ছিল প্রতীক্ষিত। কিন্তু এ সংবাদ সম্মেলনে ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপের কথা জানানো হয়নি। 

অন্যদিকে আরটি তাদের প্রতিবেদনে দুই শীর্ষ নেতার এ বৈঠককে ‘এক দীর্ঘ যাত্রার সূচনা’ হিসেবে অবিহিত করেছে। তারা বলছে, আলাস্কায় রাশিয়া ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যকার বৈঠক সমস্যার শেষ নয়; বরং এক দীর্ঘ যাত্রার সূচনামাত্র। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বজুড়ে চলমান অস্থিরতার সমাধান দিতে পারবে না এ বৈঠক। তবুও এটি সবার কাছেই গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক রাজনীতিতে এমন ঘটনা খুব কম ঘটেছে, যখন শীর্ষ ক্ষমতাধর দেশগুলোর নেতাদের বৈঠক বিশ্বের গুরুত্বপূর্ণ সমস্যাগুলোর সমাধান দিয়েছে। 

এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি শিগগিরই হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এতে যুদ্ধবন্দিদের বিনিময়ের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে। ট্রাম্প বলেছেন, পুতিনের সঙ্গে বৈঠকে একটি বিষয়ে একমতে পৌঁছানো যায়নি। আর সে কারণেই চুক্তি হয়নি। তবে বিষয়টি কী, তা বলেননি ট্রাম্প। পুতিনের সঙ্গে বৈঠকের পর ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন ট্রাম্প। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি বলব ৫০-৫০। কারণ, অনেক কিছুই ঘটতে পারে। তবে আমি মনে করি, প্রেসিডেন্ট পুতিন সমস্যার সমাধান চান।’ 

ট্রাম্প দাবি করেন, যুদ্ধবন্দি বিনিময়ের সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে অগ্রগতি হচ্ছে। তিনি বলেন, ‘আজ আমাকে তারা হাজার হাজার মানুষের একটি তালিকা দিয়েছেন হাজার হাজার যুদ্ধবন্দি, যারা মুক্তি পাবেন।’ 

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প চুক্তিতে পৌঁছাতে বাধা সৃষ্টি করেছে যেসব বিষয়, সেগুলোর কথা বলতে রাজি হননি। পুতিনকে নিয়ে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি, তিনি চান চুক্তি সম্পন্ন হোক।’ তবে একটি বড় বিষয়ে তারা একমত হতে পারেননি। সেই বিষয়টি কী, তা বিস্তারিত বলেননি ট্রাম্প। ট্রাম্প জানান, পুতিন এমনও বলেছেন, ইউক্রেনে হামলা চালানোর সময় যদি ট্রাম্প প্রেসিডেন্ট থাকতেন, তাহলে এ যুদ্ধ হতো না। এ ব্যাপারে পুতিন একমত হওয়ায় ট্রাম্প তার প্রশংসা করেন। 

ট্রাম্প বলেন, ‘এই যুদ্ধ কখনো হওয়া উচিত ছিল না। জানেন, অনেক যুদ্ধই হওয়া উচিত ছিল না। ভুল লোকেরা কথা বলছে এবং এ ধরনের বোকামিগুলো ঘটছে।’ তিনি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে রাশিয়ায় হামলা ঠেকাতে না পারার জন্য দোষারোপ করেন। সঞ্চালক হ্যানিটি জিজ্ঞাসা করেন, এটি কি আজ চূড়ান্ত হওয়া কোনো চুক্তি? এ সময় ট্রাম্প বলেন, এটি এখনো মুলতবি রয়েছে। 

যৌথ সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়েও তিনিও ‘আন্তরিকভাবে আগ্রহী’। এই যুদ্ধকে ‘ট্র্যাজেডি’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধ বন্ধের জন্য এ যুদ্ধের ‘মূল কারণগুলো’ নিরসন করতে হবে। বৈঠকে আলোচনার কেন্দ্রে ইউক্রেন সংঘাত ছিল জানিয়ে রুশ প্রেসিডেন্ট বলেন, ‘একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য আমাদের এই সংঘাতের মূল কারণগুলো নির্মূল করতে হবে।’ তবে মূল কারণগুলো বলতে কী বুঝিয়েছেন, তার বিস্তারিত তিনি উল্লেখ করেননি। 

ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেনীয় ও ইউরোপীয়রা শান্তি প্রক্রিয়ায় বাধা না দেওয়ার পথ বেছে নেবেন বলে আশা করছেন তিনি। রুশ প্রেসিডেন্ট বলেন, ‘শুভকামনার স্বর প্রকাশের জন্য আমি ট্রাম্পকে ধন্যবাদ জানাতে চাই।’ একইসঙ্গে তিনি বলেন, উভয় পক্ষকেই ফলাফলের দিকে নজর দিতে হবে। পুতিন আরও বলেন, ‘ট্রাম্প স্পষ্টত তার দেশের সমৃদ্ধির বিষয়ে মনোযোগী। তবে তিনি এটাও বুঝেছেন, রাশিয়ারও নিজের স্বার্থ রয়েছে।’

অন্যদিকে দুই নেতার বৈঠক ‘খুবই ইতিবাচক’ হয়েছে বলে দাবি করেছে ক্রেমলিন। ক্রমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, আলাস্কায় দুই নেতার বৈঠক ‘খুবই ইতিবাচক’ হয়েছে। শান্তি প্রতিষ্ঠার পথ খুঁজে পেতে এ আলোচনা উভয় দেশকে ‘আত্মবিশ্বাসের সঙ্গে একসঙ্গে এগিয়ে যেতে’ সহায়তা করবে। 

বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন ট্রাম্প ও পুতিন। এ সময় সাংবাদিকদের প্রশ্ন না নেওয়া প্রসঙ্গে রাশিয়ার সংবাদমাধ্যম আরইএ নভোস্তিকে পেসকভ বলেন, দুই নেতা ‘পূর্ণাঙ্গ বক্তব্য’ দিয়েছেন। এ কারণে অতিরিক্ত প্রশ্নোত্তরের প্রয়োজন পড়েনি। 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যৌথ সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা প্রতি সপ্তাহে হাজারো মানুষের নিহত হওয়া বন্ধ করব।’ তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট পুতিনও এমনটি দেখার জন্য আমার মতোই আগ্রহী।’ যৌথ সংবাদ সম্মেলন শেষে পুতিনকে ধন্যবাদ দেন ট্রাম্প এবং তাকে ‘ভ্লাদিমির’ বলে সম্বোধন করেন তিনি। এরপর ট্রাম্প বলেন, ‘আমরা খুব শিগগির আপনার সঙ্গে আবারও কথা বলব। সম্ভবত আপনার সঙ্গে শিগগির আবার দেখা হবে।’ তখন পুতিন ইংরেজিতে বলেন, ‘পরবর্তীবার মস্কোতে।’ 

কেকে/ এমএস
আরও সংবাদ   বিষয়:  ডোনাল্ড ট্রাম্প   ভ্লাদিমির পুতিন   যুদ্ধ বন্ধ   দিশা  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ঢাকা চেম্বারের সভাপতির সৌজন্য সাক্ষাৎ
চীনের এক্সিম ব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে শ্রম উপদেষ্টার বৈঠক
তিস্তা নদীর বুকে ভেসে আসা নবজাতকের লাশ উদ্ধার
খাদ্য উপদেষ্টার সাথে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সাক্ষাৎ
মহানবী (সা.) এর সিরাতই তরুণদের চরিত্র গঠনের রোল মডেল: ধর্ম উপদেষ্টা

সর্বাধিক পঠিত

‘আমি সিক্স পার্সেন্টে কাজ করেছি’, উপদেষ্টা আসিফের প্রেস সেক্রেটারির অডিও ফাঁস
জয়পুরহাটে বজ্রপাতে আলু ব্যবসায়ীর মৃত্যু
নবীগঞ্জে সিএনজি পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২ গাড়ি পুড়ে ছাই
জামালপুরে পূবালী ব্যাংকের সহযোগিতায় আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
কেশবপুরে ৪৮ শিক্ষাপ্রতিষ্ঠান জলাবদ্ধ, ব্যাহত শিক্ষা কার্যক্রম
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close