সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
খোলাকাগজ স্পেশাল
আগস্ট ঘিরে নাশকতার পরিকল্পনা আ.লীগের
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৯:৪৬ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। পতন ঘটে আওয়ামী লীগের ১৫ বছরের স্বৈরশাসনের। তারপর থেকেই পলাতক দলটির নেতাকর্মীরা। তারা মনে করে আগস্ট তাদের জন্য দুর্ভাগ্যের মাস। সব সময় এ আগস্টেই আওয়ামী লীগের বিপর্যয় ঘটেছে।

ইতোমধ্যে আওয়ামী লীগের সবধরনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। তবে বসে নেই বিদেশে পালিয়ে যাওয়া এবং দেশে গা ঢাকা দেওয়া দলটির নেতাকর্মীরা। তারা এবার আগস্টকে সামনে রেখে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছে। জনমনে আতঙ্ক সৃষ্টি করে তারা দেশকে অস্থিতিশীল করতে চান বলে তথ্য পেয়েছেন গোয়েন্দারা। শেখ হাসিনার নির্দেশে ভারতসহ বিদেশে পলাতক নেতারা এবং দেশে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি ইউনিয়ন থেকে নেতাকর্মীদের সংগঠিত করে কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা রয়েছে। একটি গোয়েন্দা সূত্রে এসব তথ্য জানা গেছে।

এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম তথা নেট দুনিয়ার নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন সাইটে ভুয়া আইডি খুলে নানা প্রোপাগান্ডা ছড়াচ্ছে। 

সূত্র বলছে, মহানগর, জেলা ও উপজেলার নেতারা যারা এখন নিজ নিজ এলাকায় রয়েছেন কিংবা আপাতত সতর্কতার সঙ্গে গ্রেফতার এড়াতে পেরেছেন, তারাই ভার্চুয়ালি মিটিং করে নেতাকর্মীদের উজ্জীবিত করছেন। সাধারণ কর্মী-সমর্থকদের বলা হয়েছে, শিগগিরই দলীয় সভানেত্রী দেশে ফিরবেন। সুবিধাজনক সময়ে নিজ নিজ পরিচিত বলয়ের শেল্টারে রাজধানীতে অবস্থান নিতে হবে। 

শেখ হাসিনার সঙ্গে বিভিন্ন পর্যায়ের নেতাদের সর্বশেষ ভার্চুয়ালি মিটিংয়ে শেখ হাসিনা ‘আমি শিগগিরই ফিরে আসছি’ বলে যে বক্তব্য দিয়েছেন, সেটাকেই প্রণিধানযোগ্য বলে তৃণমূল নেতাকর্মীদের বোঝানো হয়েছে। ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই যে যার অবস্থান থেকে রাজপথে নেমে আসতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মনোবল ভেঙে দেওয়া এবং সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি করতে তাৎক্ষণিকভাবে নাশকতা সৃষ্টি করতে হবে। ত্রাস সৃষ্টি করার জন্য লাইসেন্সধারী অস্ত্র নিয়ে রাজপথে নামার জোর নির্দেশনা রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় দলীয় ক্যাডারদের নামে অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়া। লাইসেন্স করা সেসব অস্ত্রের সবগুলো জমা পড়েনি। পাশাপাশি ৫ আগস্টের দিন ও পরে পুলিশের বিভিন্ন থানা ও ইউনিট থেকে লুট হওয়া অস্ত্র নিয়েও মাঠে থাকার পরিকল্পনা নেওয়া হয়েছে।

ফেসবুকের ‘ভুয়া’ অ্যাকাউন্ট থেকে বাংলাদেশবিরোধী প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে বিভিন্ন সময় সরকার থেকেও বলা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘তামান্না আক্তার ইয়াসমিন’ নামে একটি ভুয়া অ্যাকাউন্ট থেকে বাংলাদেশবিরোধী প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। গত ১৯ জুন এক বিবৃতিতে তারা জানিয়েছে, এ ধরনের প্রচারণা মূলত অন্তর্বর্তী সরকারবিরোধী ও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগপন্থি অপতৎপরতার অংশ।

প্রেস উইং জানায়, ভুয়া এ অ্যাকাউন্টটি গত বছরের ২৪ নভেম্বর তৈরি করা হয় এবং এটি বাংলাদেশ থেকেই পরিচালিত হচ্ছে। এতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্র সচিব রীম আল-হাশিমির চুরি হওয়া ছবি ও ভিডিও ব্যবহার করে একটি ভুয়া পরিচয় তৈরি করা হয়েছে, যাতে দেখা যায় তিনি একজন আন্তর্জাতিক নারী নেতা যিনি আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন। মাত্র সাত মাসে অ্যাকাউন্টটির ফলোয়ার সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে। প্রোফাইলের ছবি, ভিডিও ও বিবরণ দেখে অনেক সাধারণ ব্যবহারকারী বিভ্রান্ত হতে পারেন যে এটি কোনো প্রভাবশালী আন্তর্জাতিক ব্যক্তিত্বের অ্যাকাউন্ট।

অনুসন্ধানে জানা গেছে, গত ১ থেকে ১৫ জুন পর্যন্ত অ্যাকাউন্টটির ১০৩টি পোস্টের মধ্যে ৮৩টিতে রীম আল-হাশিমির ছবি ব্যবহার করা হয়েছে, ১৮টিতে শেখ হাসিনার প্রশংসা এবং বাকি ছয়টিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। প্রেস উইং-এর বক্তব্য অনুযায়ী, এ ধরনের ভুয়া তথ্য আওয়ামী লীগের ঘনিষ্ঠ কিছু ফেসবুক গ্রুপে শেয়ার করার পর তা এক্স (সাবেক টুইটার), ইউটিউব, ইনস্টাগ্রাম ও টিকটকের মতো একাধিক সামাজিক মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। 

বিশ্লেষকদের মতে, সামাজিক মাধ্যমে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ ব্যবহারকারীদের সচেতন থাকা জরুরি।

এদিকে সম্প্রতি ভারতীয় গোয়েন্দা সংস্থার পরিকল্পনায় বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাঠ সাজানোর ষড়যন্ত্র হচ্ছে এবং ভারতবিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের বিরুদ্ধে ভোটের বিকল্প ব্যবস্থা নেওয়ার জন্য জেলাভিত্তিক নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হচ্ছে বলে এমন মন্তব্য করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া। গত ২৫ জুন বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এলাকায় বাংলাদেশস্থ যুক্তরাষ্ট্র প্রবাসী নাগরিক সমাজ কর্তৃক আয়োজিত ‘ভারতীয় আধিপত্যবাদ নিপাত যাক’ মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রহমত উল্লাহ বলেন, আজ দুঃখের সঙ্গে বলতে হয়, আওয়ামী ফ্যাসিবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করা গেলেও এখনো আওয়ামী লীগের দোসররা বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র করছে। শুধু তাই নয়, ভারতীয় আগ্রাসন এখনো আমলাতন্ত্রের সব জায়গায় জাগ্রত আছে। আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বাধাগ্রস্ত করতে ভারত ও আওয়ামী লীগ নতুন ষড়যন্ত্র তৈরি করছে। তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যদি আগামী নির্বাচনকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ হতে পারে তাহলে বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু অবাধ ও ইতিহাসের মাইলফলক হয়ে থাকবে।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close