সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
খোলাকাগজ স্পেশাল
বিএনপি-জামায়াত দ্বৈরথ খাদের কিনারে দেশ
শিপার মাহমুদ
প্রকাশ: মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫, ৯:২১ এএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বর্তমান সময়ে দেশের রাজনীতিতে অন্যতম দুই প্রধান শক্তি বিএনপি এবং জামায়াতের মধ্যে যেন অঘোষিত এক যুদ্ধ চলছে। একে অপরকে ছাড় দিচ্ছে না একবিন্দু জায়গাও। শীর্ষ নেতৃত্বে চলছে কথার লড়াই, আর কর্মীদের স্লোগান এবং আচরণে ছড়াচ্ছে নোংরামো। ফলে ক্রমেই বাড়ছে দেশের রাজনীতিতে অস্থিতিশীলতা।

জাতীয় ঐকমত্য কমিশনের একের পর এক বৈঠকে জ্বলেছিল কিছুটা আশার আলো। নির্বাচনমুখী হচ্ছিল দেশ। দেশের আপামর জনগণের প্রত্যাশাও ছিল তাই। কিন্তু সাম্প্রতিক সময়ে রাজধানীর পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনাকে কেন্দ্র করে আবার বিভেদে জড়িয়েছে বিএনপি-জামায়াত। দেশের প্রধান এ দুই দলের দ্বৈরথের ফলে বাধাগ্রস্ত হচ্ছে নির্বাচনি প্রস্তুতি। 

বিএনপি জামায়াতের এ দ্বন্দ্বে গভীর উদ্বেগ ও শঙ্কা প্রকাশ করছেন রাজনৈতিক বিশ্লেষকরাও। তাদের মতে, বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলগুলোর এ দ্বৈরথ দেশে রাজনীতিকে খাদের কিনারে নিয়ে এসে দাঁড় করিয়েছে। এ সংকট সমাধান না হলে এটি দেশকে বড় ধরনের সহিংসতার দিতে ঠেলে দেবে বলেও আশঙ্কা তাদের।

এ বিতর্কের লড়াইয়ে পিছিয়ে নেই এনসিপি ও ইসলামী আন্দোলন। এই দুই দলের শীর্ষ নেতা থেকে শুরু করে কর্মীদের বক্তব্যও রীতিমতো রাজনৈতিক অঙ্গনে বিভেদের আগুনে যেন ঘি ঢালছে। ফলে রাজনৈতিক দলগুলোর এ বক্তব্য ক্ষুব্ধ হচ্ছে দেশের সাধারণ নাগরিকসমাজ।

তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, পুরান ঢাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনার বিরোধের জন্ম নেয়। এ হত্যাকাণ্ডের সঙ্গে যুবদলের নেতাকর্মীরা জড়িত থাকা অভিযোগে বিএনপির বিরুদ্ধে সরব হয়ে ওঠে জামায়াত, চরমোনাই ও এনসিপিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল ও তাদের ছাত্র সংগঠনগুলো। নানা মাধ্যমে প্রতিক্রিয়া জানাতে থাকে দলগুলোর নেতাকর্মীরা। একই সঙ্গে বিচারের দাবিতে বিক্ষোভ-মিছিল করেন দেশের পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসব মিছিলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে ‘টিনের চালে কাউয়া, তারেক কোন ...; চাঁদা তুলে পল্টনে, ভাগ যায় লন্ডনে’ এমন অশালীন ও আপত্তিকর নানা স্লোগান এবং বক্তব্য দিতে দেখা যায়। এতে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতারা, দেশজুড়ে কর্মসূচির ডাক দেয় ছাত্রদল। ওই কর্মসূচিতে জামায়াত, এনসিপি ও চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলনের বিরুদ্ধে- ‘জামাত শিবির রাজাকার, গুজব রটায় চমৎকার; ধর্ম জপে গিবত গায়, পীর সাহেব চরমোনাই; এক বোতল দুই ছিপি, জামাত আর এনসিপি’ স্লোগান এবং একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে। 

একই ইস্যুকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের সময় জামায়াতে ইসলামী ও চরমোনাই পীর কোথায় ছিল- এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ‘আমাদের নেতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, কোথায় ছিল জামায়াত-চরমোনাই?’ গতকাল সোমবার বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ অপপ্রচার এবং মিটফোর্ডসহ সারা দেশে নির্মম হত্যাকাণ্ডের বিচার দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। মির্জা আব্বাস বলেন, ‘মিটফোর্ডের হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। তার পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। যে ছেলেটিকে হত্যা করা হয়েছে, সে বিএনপি করত। তার পারিবারও বিএনপির সমর্থক। এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ভিডিওতে দেখা যাচ্ছে, একজন খুব কাছ থেকে ভিডিও করছে। কোনো নড়াচড়া নেই।’

তিনি বলেন, ‘আমি হত্যাকাণ্ডে জড়িত একজনের ছবি দেখাতে পারব। এনসিপি নেতার সঙ্গে মাহিন নামের একজনের ছবি আছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, দেখাতে পারব। বিএনপির ওপর দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।’

জামায়াত প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘এরশাদের সময়ে তার কাঁধে ভর করে। আওয়ামী লীগের সময় তাদের কাঁধে ভর করে। বিএনপির সময় আমাদের কাঁধে ভর করবে। নিজেদের কোনো মুরোদ নেই।’

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বিএনপি এখন চাঁদাবাজদের দলে পরিণত হয়েছে। সন্ত্রাসীদের দল তৈরি হয়েছে। মুজিববাদের নতুন পাহারাদার হিসেবে তাদের আবির্ভাব ঘটেছে।’ গতকাল সোমবার বিকালে পটুয়াখালী সার্কিট হাউসসংলগ্ন হৃদয় তরুয়া চত্বরের পথসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের প্রতি মানুষের যে সমর্থন, আস্থা ও উচ্ছ্বাস রয়েছে সেটি সব ষড়যন্ত্র প্রতিহত করবে। আমরা বলেছিলাম, মুজিববাদ বাংলাদেশের সংবিধানে বিভাজন তৈরি করেছে, রাষ্ট্রকে এগোতে দেয়নি। অথচ এখন বিএনপি সেই ’৭২ সালের মুজিববাদী সংবিধান টিকিয়ে রাখতে চাইছে।’
নাহিদ বলেন, ‘আমরা অনৈক্য বা বিভাজন চাই না। কিন্তু যদি কেউ জনগণের বিরুদ্ধে দাঁড়ায়, যদি কেউ জুলাইয়ের গণঅভ্যুত্থানের বিরুদ্ধে অবস্থান নেয় তবে তাদের সঙ্গে আমাদের কোনো ঐক্য সম্ভব নয়।’ তিনি আরো বলেন, ‘জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ আগামী ৩ আগস্ট ঢাকা কেন্দ্রীয় শহিদ মিনার থেকে আদায় করে ছাড়ব। সেখানে আপনাদের সঙ্গে দেখা হবে।’

এর আগে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ-সমাবেশ করে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণ জামায়াতে ইসলামী। ওই সমাবেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম বলেন, অপশাসন-দুঃশাসন এবং জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় টিকে ছিল। কিন্তু তাদের শেষ রক্ষা হয়নি; বরং ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে তাদের লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে। আজ যারা ক্ষমতায় যাওয়ার জন্য দিবাস্বপ্নে বিভোর, তারা যদি পতিত স্বৈরাচারের পরিণতি থেকে শিক্ষা গ্রহণ না করে, তাহলে তারা ১৫ মাসও ক্ষমতায় টিকতে পারবে না।

রেজাউল করিম বলেন, পতিত ফ্যাসিবাদ শাসনামলে জনগণের ওপর হেলমেট বাহিনী লেলিয়ে দেওয়া হয়েছিল। এখন তাদের অনুপস্থিতিতে বড় পাথর বাহিনী আবির্ভাব ঘটেছে। তারাই মিটফোর্ডে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করে নিজেদের বর্বরতার জানান দিয়েছে। 

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
পাল্লা বাজারে রক্তলাল শাপলার মনভোলানো সমাহার
কালাইয়ে বিএনপির গণমিছিল ও লিফলেট বিতরণ
সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close